বাংলার খবর
তিলজলার চামড়া কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। ট্যাংরার চামড়ার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়া দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
অন্যদিকে শনিবার ভোররাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসেও আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গেস্ট হাউসটিতে। সেই সময়ে বেশ কিছু আবাসিকও ছিলেন গেস্ট হাউসের বিভিন্ন ঘরে। তাঁদের প্রত্যেককেই নিরাপদে বের করে আনা হয়। গেস্ট হউসের কমপক্ষে ১১টি ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের বেডে বসেই পরীক্ষা মায়ের
শনিবার ভোররাতে হঠাৎই ওই গেস্ট হাউসে আগুন লাগে। আবাসিকরাই প্রথমে সেই আগুন দেখতে পান। তাঁরা চিৎকার শুরু করে দেন। ছুটে আসেন গেস্ট হাউসের কর্মীরা। ততক্ষণে খবর গিয়েছে দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৩টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে পৌঁছোন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। শুধু তাই নয়, এদিন সকালের অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।