বাংলার খবর
দাউদাউ করে জ্বলছে আগুন, চাঞ্চল্যকর কাণ্ড পুরসভায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালুরঘাট পুরসভার সার্ভার রুমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রথমে একটি ইঞ্জিন আসার পর আবার একটি ইঞ্জিন আসে। এছাড়াও আসেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য পুরসভার কর্মীরা।
শর্ট সার্কিট থেকে ওই সার্ভার রুমে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। শনিবার সকালে হঠাৎই বালুরঘাট পুরসভার সার্ভার রুমের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। এরপরই আগুন লাগার বিষয়টি সামনে আসে। আগুনে পুড়ে গেছে কম্পিউটার থেকে অন্যান্য বিদ্যুতের সামগ্রী। যখন আগুন লাগে তখন পুরসভার কর্মীরা ভিতরে কাজ করছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটেনি।
তবে আগুনে কি কি ক্ষতি হয়েছে তা এখনও পরিস্কার নয়। আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ও বালুরঘাট পুরসভা। বালুরঘাট পুরসভাতে আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান এসি থেকে আগুন লেগেছে।
আরও পড়ুন: জোড়া খুনের অভিযোগে রণক্ষেত্রে মগরাহাট
অন্যদিকে এদিন হাসপাতালের ভ্যাকসিন মজুত রাখা ঘরের ভিতর থেকে ফোঁসফোঁস শব্দ। এর কিছু পরেই নজরে আসে ভ্যাকসিন ঘরের বারান্দায় কিছু একটা ইতিউতি ঘোরাফেরা করছে। সামনে এগিয়ে যেতেই চক্ষু চড়কগাছ। প্রায় পাঁচ ফুট লম্বা গোখরো সাপ বেরিয়ে আসছে ঘর থেকে। ঘর থেকে বেরিয়ে হাসপাতাল ক্যাম্পাসের ভেতর ঘোরাফেরা করছে।
শুক্রবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ঘটনা। ইতিমধ্যে সাপের খবর ছড়িয়ে পড়তেই রোগীর আত্মীয় পরিজনের মধ্যে রীতিমতো হুলুস্থুল কাণ্ড। শেষমেষ সাপ ধরতে ডাক পড়ে পরিবেশপ্রেমী সংস্থা ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের। সংগঠনের সদস্যদের দেখে রীতিমতো ফনা তুলে বসে পড়ে সেই বিষধর গোখরোটি।
আরও পড়ুন: কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
শেষমেষ দীর্ঘক্ষণের প্রয়াসে বিষধর সাপটিকে বস্তাবন্দী করা সম্ভব হয়। সাপ উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় গোটা হাসপাতাল চত্বর। গরম পড়তেই শহরের বিভিন্ন এলাকায় বিষধর সাপের উপদ্রব বাড়ছে। প্রতিনিয়তঃ কোথাও না কোথাও দেখা মিলছে বিষধর সাপের আর প্রতিবারই সাপ ধরতে ডাক ডাক পরছে বিভিন্ন পরিবেশ প্রেমী সংস্থার। উদ্ধার হওয়া সাপটি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।