আন্তর্জাতিক
পাকিস্তানের শিয়ালকোট সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, ঘণীভূত হচ্ছে ইমরান খানের সরকার পতনের রহস্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আচমকা পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত পাক সেনাঘাঁটি। পরপর বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনার মজুত করা অস্ত্রশস্ত্র। ঘটনায় বড়সড় আগুন লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এদিন সকালে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পঞ্জাব প্রদেশের ক্যান্টনমেন্ট এলাকার সেনাঘাঁটি। মনে করা হচ্ছে পাক সেনার মজুত করা কোনও অস্ত্র থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে শিয়ালকোটের কাছে এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও মজুত অস্ত্রঘাঁটিতে ব্যাপক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপজুড়ে ভয়াবহ শরণার্থী সঙ্কট তৈরি করছে রুশ-ইউক্রেন দ্বন্ধ: দাবি সমীক্ষায়
রবিবার পাক সেনার তরফে টুইট করে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। যদিও ওই ক্যাণ্টনমেন্ট এলাকার আশেপাশে স্থায়ী কোনও বসতি না থাকায় কোনও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। এদিকে ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের। সবকিছুর আম বেড়ে যাওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। এই অবস্থায় পাক প্রধানমন্ত্রী ইমরানের খান সরকারের পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। শুধু তাই নয়, শিয়ালকোটের কাছে যে অস্ত্র ভাণ্ডারে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি পাকিস্তানের সবথেকে পুরোনো পাক অস্ত্রঘাঁটি। জানা যায়, এটি ব্রিটিশ আমলে ১৮৫২ সালে তৈরি করা হয়েছিল।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Look at this video from across the border. Massive blast at <a href=”https://twitter.com/hashtag/Sialkot?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Sialkot</a>, <a href=”https://twitter.com/hashtag/Pakistan?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Pakistan</a> ammunition depot. Apparently the situation is very grim (fireworks were expected in <a href=”https://twitter.com/hashtag/Pak?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Pak</a> national assembly but happening at a military garrison. It's also being said PM <a href=”https://twitter.com/ImranKhanPTI?ref_src=twsrc%5Etfw”>@ImranKhanPTI</a> goose is cooked.) <a href=”https://t.co/0BNxYxT24B”>pic.twitter.com/0BNxYxT24B</a></p>— GAURAV C SAWANT (@gauravcsawant) <a href=”https://twitter.com/gauravcsawant/status/1505424058556375044?ref_src=twsrc%5Etfw”>March 20, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>