বাংলার খবর
সেবক করোনেশন সেতুতে বিস্ফোরণ, হইচই সোশ্যাল মিডিয়ায়

বেঙ্গল এক্সপ্রস নিউজ: সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও কোনও নাশকতামূলক পরিকল্পনার অঙ্গ হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি বলেই জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণের ওই ভিডিয়ো মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও এই বিস্ফোরণ কোনও নাশকতামূলক ছকের জন্য নয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় বিনোদ মেহেরার ছেলে রোহিত মেহেরা একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন।’কালার’ নামের ঐ ওয়েব সিরিজের শুটিংয়ে এদিন ঐ বিস্ফোরণের অ্যাকশন নেওয়া হয়। তবে বিস্ফোরণ ঘটানোর আগে সম্পূর্ন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বগটুইকান্ডে তারাপীঠ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত আনারুল হোসেন
যদিও সেবক করোনেশন সেতুর মতো ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী সেতুতে বিস্ফোরণ ঘটানোর অনুমতি কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা। প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়।পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বাঁদর সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ কতটা সমীচিন তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ডুয়ার্স ফোরামের সদস্য চন্দন রায় প্রশ্ন তোলেন, ‘হেরিটেজ সেতুর উপর কি ভাবে প্রশাসন এই রকম ঘটনা ঘটানোর অনুমতি দিল।’ শুধু তাই নয় এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মানুষকে এগিয়ে আশার অনুরোধও করেন তিনি।
আরও পড়ুন: কয়লা পাচারকান্ডে অভিষেককে ফের ED-র তলব
যদিও সেবকের এই বিস্ফোরণের ঘটনায় মুখ খুলতে চাননি দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নমবলম এবং পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। এদিকে দুপুরের এই বিস্ফোরণের ঘটনায় ৩১ নম্বর জাতীয় সড়ক সহ সেবকের শিলিগুড়ি ডুয়ার্স রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও প্রশাসনের তরফে পুরো বিষয়টি জানানো হলে আশ্বস্ত হন সাধারণ মানুষ। ঘটনার কিছু পরে ফের স্বাভাবিক হয় যান চলাচল।