দিল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রেফতার ২ মালিক
Connect with us

দেশের খবর

দিল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রেফতার ২ মালিক

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের দিল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ হারিয়েছেন ২৭ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বাড়ি থেকে ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ২৭ জনের। জখম হয়েছেন আরও ১২ জন। প্রথম তলে আগুন লেগেছিল, পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন উদ্ধার কাজে হাত লাগায়। উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়। ওই বিল্ডিংটিতে যে কোম্পানি ছিল, তার দুই মালিক হরিশ গোয়েল এবং বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিল্ডিংটির মালিক মণীশ লাকরা এখনও পলাতক। দমকল বিভাগের উপ-প্রধান সুনীল চৌধুরি জানান, রাত ১২টা পর্যন্ত ৭০ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। তবে প্রাণভয়ে অনেকেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁদের চিকিৎসা চলছে।

দিল্লি দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানান, এই অফিসের মালিকরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করে ‘এনওসি’র জন্য আবেদনই করেননি। এমনকি, এই বাণিজ্যিক ভবনের বেশির ভাগ অফিস দমকল বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি। প্রয়োজনীয় নির্দেশিকা না মেনেই তারা ওই বাড়িটিতে কাজ করছিলেন বলেও অভিযোগ।

Advertisement

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Advertisement

মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে কেন্দ্র। সেই সঙ্গে আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি লেখেন, ‘দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে বিপুল সংখ্যক প্রাণহানির আকস্মিক খবরে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.