দেশের খবর
ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফচিত্র, মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করল দেশের এই রাজ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দু’বছর পরও স্বস্তি নেই! দেশের কোভিড গ্রাফচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ফের মাস্ক বাধ্যতামূলক করা হল ইলেকট্রনিক্সের শহর Bengaluru-তে।
বেঙ্গালুরু প্রশাসনের তরফে প্রকাশ্য স্থানে মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও সংক্রমণের প্রকোপ ঠেকাতে দৈনিক করোনা পরীক্ষা ১৬ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতিদিন ১৬ হাজার কোভিড টেস্টের মধ্যে অন্তত ২০০ জনের রিপোর্ট পজিটিভ আসছে।
এই বিষয়ে মুখ্য কমিশনার তুষার গিরিনাথ বলেন, ”নতুন করে করোনা যাতে ফের মাথাচাড়া না দিতে পারে তার জন্য, আমাদের বিবিএমপি দ্বারা পরীক্ষা ১৬,০০০ থেকে ২০,০০০ এবং বেসরকারি ল্যাবে ৪,০০০-এ উন্নীত করতে বলা হয়েছে। আমরা তথ্য, শিক্ষা ও যোগাযোগ কার্যক্রম জোরদার করব”।
আরও পড়ুন: দেশে স্বস্তি মিললেও মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা
এছাড়াও তিনি আরও জানান, সংক্রমণ মোকাবিলায় বেঙ্গালুরুর সাধারণ মানুষকে প্রকাশ্যে, বাজারঘাট এবং শপিং মলগুলিতে ঘোরাফেরার সময় মাক্স পরতে বলা হয়েছে। সবাই যাতে করোনা বিধি মেনে চলেন সেই বিষয়ে বারে বারে প্রশাসনের তরফে জনগণকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭১৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনা ভাইরাসের কামড় সামলে সুস্থ হয়ে উঠেছেন ২৫১৩ জন। সুস্থতার হার দাঁড়াল ৯৮.৭২ শতাংশ।
আরও পড়ুন: করোনার মাঝে নয়া আতঙ্ক, কেরলে হদিশ মিলল নরভাইরাসের আক্রান্ত ২
এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৭৬, যা ক্রমশই ঊর্ধ্বমুখী। মঙ্গল্বারের তুলনায় এই সংখ্যা প্রায় ১২০০ বেশি। মহামারীতে মৃত্যু হয়েছে ৫,২৪,৭০৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৪,২৬,৩৩,৩৬৫ জন।