খেলা-ধূলা
দু’বছর আগে কোচিং করিয়ে যাওয়া মারিও রিভেরাকে কোচ করল এসসি ইস্টবেঙ্গল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নতুন বছরের প্রথম দিনেই বড় চমক দিল এফসি ইস্টবেঙ্গল। তিন বছর আগে ক্লাবে কোচিং করিয়ে যাওয়া মারিও রিভেরাকেই আইএসএল-এর বাকি মরসুমের জন্য কোচ করল লাল-হলুদ শিবির। চলতি আইএসএলে এখনও পর্যন্ত এক ম্যাচেও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের সবার শেষে।
আর সেই ব্যর্থতার কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহেই কোচ ম্যানুয়েল দিয়াজকে সরিয়ে দেয় লাল-হলুদ শিবির। তারপর থেকেই স্প্যানিশ কোচ রিভেরার নাম লাল-হলুদের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছিল। শনিবার দুপুরে সরকারিভাবে নতুন কোচ হিসেবে রিভেরার নামই ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে খবর, সোমবারই গোয়ায় চলে আসছেন নতুন কোচ। তবে এখনই কোচের দায়িত্ব নিতে পারবেন না তিনি। আইএসএল এর নিয়ম অনুযায়ী আপাতত তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী মঙ্গলবার বাম্বোলিমে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।
সেই ম্যাচে মাঠে থাকতে পারবেন না রিভেরা। তিনি যতদিন না দলের সঙ্গে যোগ দিচ্ছেন, ততদিন কোচের দায়িত্ব সামলাবেন স্টপগ্যাপ কোচ রেনেডি সিং। ২০১৮ সালে আই লিগে ইস্টবেঙ্গলের কোচ হয়েছিলেন আলেসান্দ্রো মেনেন্দেস। ৩২ ম্যাচে তাঁর সহকারী হিসেবে ছিলেন মারিও রিভেরা। পরের মরসুমে আলেসান্দ্রোর কোচিংয়ে ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়লে মাঝ পথেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। তখন মারিও রিভেরার কোচিংয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। মাত্র ৭ ম্যাচের জন্য দায়িত্ব নিয়ে লিগ টেবলের তলা থেকে টেনে তুলে ইস্টবেঙ্গলকে আই লিগ রানার্স করেছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ। এই বছরও ইস্টবেঙ্গলের অবস্থা অনেকটা একই রকম। এবারও মাঝপথে দায়িত্ব নিয়ে লাল-হলুদ সমর্থকদের মুখে তিনি হাসি ফোটাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।