দেশের খবর
১২২ বছরে উষ্ণতম মার্চ জানাল আবহাওয়া দফতর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমাগত জলবায়ুর পরিবর্তনে বিশ্বের উপর পড়ছে কুপ্রভাব। দিন যত যাচ্ছে ততই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। অতিদ্রুত উষ্ণ হয়ে যাচ্ছে সাগর-মহাসাগরের জল। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিকার হচ্ছে গোটা মানবজাতি সহ প্রাণীকূল।
এদিকে ক্রমাগত জলবায়ুর পরিবর্তনে আবহাওয়ারও যে বিশাল তারতম্য ঘটছে ফের সেই অসনিসংকেতের কথা শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। জানা গিয়েছে, চলতি মরশুমে গত ১২২ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে উষ্ণতার পারদ। উর্ধ্বমুখী তাপমাত্রার জেরে ১৯০১ সালের পর ২০২২ সালের মার্চ মাস ছিল একবিংশ শতাব্দীর মধ্যে সবথেকে গরম মরশুম। গত মার্চ মাসে সারা ভারতের বিভিন্ন জায়গায় সবথেকে বেশি উষ্ণতা অনুভূত হয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
এই বিষয়ে India Meteorological Department-এর প্রকাশিত তথ্য বলছে ২০১০ সালে মার্চ মাসে ভারতের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা যেখানে ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে ২০২২ সালের মার্চ মাসে এই তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। গত মার্চ মাসে ভারতের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ছিল ৩৩.০১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সব থেকে বেশি গরম অনুভূত হয়েছে উত্তর ভারতে। অন্যদিকে গত মার্চ মাসে রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে দৈনিক গড় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, অত্যাধিক গরমের জেরে চলতি এপ্রিল মাসের ৩ থেকে ৬ তারিখের মধ্যে বইতে পারে তাপপ্রবাহ। এর জন্য সাধারণ মানুষকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা
উল্লেখ্য, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনে হু-হু করে ঊর্ধ্বগামী বায়ুর তাপমাত্রা। ক্রমাগত জলদূষণ, বায়ুদূষণ আর শব্দদূষণের ব্যাপক প্রভাব পড়ছে পরিবেশের উপর। আর যার জেরে উষ্ণ হয়ে উঠছে সমুদ্র। বইছে হিট ওয়েভ (Hit Wave)।
শুধু তাই নয়, জানা গিয়েছে ক্রমাগত জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়ছে আমাদের পরিবেশের উপর। যার প্রভাবে যেমন ঘনঘন গরম হয়ে উঠছে সমুদ্রের জল তেমনই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে উঠছে ভারত মহাসাগরের জলও। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, গত একবছরে ২০২১ সালে জলবায়ুর তারতম্যের কারণে টানা ৫২ সপ্তাহে ছয়বার উষ্ণস্রোত বা হিট ওয়েভ বইয়ে গিয়েছে ভারত মহাসাগরে।
আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন, জখম ২
জানা গিয়েছে, একই অবস্থা বঙ্গোপসাগরের ক্ষেত্রেও। যারফলে ঘনঘন যেমন বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমনই একবছরের মধ্যে অন্তত দু থেকে তিনবার আমফান, ফণীর মতো বিশাল ঘূর্ণি ঝড়ের সাক্ষী থাকছে গোটাদেশ। রাজ্যসভার একটি লিখিত প্রশ্নের জবাবী উত্তরে এই আশঙ্কার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন, ”গত চারবছরের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে ভারতমহাসাগরের এই হিট ওয়েভ। যারফলে চলতি বছরে রয়েছে দেশজুড়ে বিশেষ করে উত্তর-পূর্ব এবং পশ্চিম ভারতে ব্যাপক গরম পড়ার সম্ভাবনা।