পুলিশি নজরদারির মধ্যেই ঝাড়গ্রামে ফের মাও পোস্টার
Connect with us

বাংলার খবর

পুলিশি নজরদারির মধ্যেই ঝাড়গ্রামে ফের মাও পোস্টার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক। এবার বিনপুরের নারায়ণপুর ও ঝাড়গ্রামের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের তরফে রাজ্যকে মাও হামলা নিয়ে সতর্ক করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, মাওবাদীরা যেকোনও সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে।

কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের এই সতর্ক বার্তা পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলের প্রতিটি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। তারই মধ্যে বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটছে।

সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়নপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার বাসিন্দারা। ওই এলাকায় দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায়। মাও ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। সেইসঙ্গে পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক

সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টার এর শেষে লেখা রয়েছে মাওবাদী সিপিআই। এছাড়াও সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। সেই পোস্টারগুলিতে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে লেখা রয়েছে। যার ফলে জঙ্গলমহল জুড়ে নতুন করে মাওবাদী আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কাছে জবাবদিহি চাইল হাইকোর্ট

Advertisement

শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। ঐদিন দুপুরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক রেশন ডিলারের কর্মচারীকে গুলি করার ঘটনা ঘটে। যার ফলে মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই সোমবার ফের ঝাড়গ্রাম জেলার দুই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে ওই দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।