দেশের খবর
পুরুলিয়ার একাধিক জায়গায় মাওবাদী পোস্টার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার সারা দেশে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ঠিক তার পরের দিনই চাঞ্চল্যকর চিত্র ধরা পড়ল। এবার ঘটনাস্থল পুরুলিয়। পুরুলিয়া বরাবাজার এলাকায় মিলল একাধিক মাওবাদী পোস্টার।
প্রজাতন্ত্র দিবসের পরের দিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার পুরুলিয়ার বরাবাজার থানার ঝাড়খন্ড ঘেঁষা লালডি গ্রামের একাধিক বাড়িতে লাল কালিতে লেখা ওই পোস্টার দেখা যায়। পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। বরাবাজার থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে। এই ঘটনায় আদৌ মাওবাদী সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।