বাংলার খবর
মেলায় গিয়ে ফুচকা খেয়ে বিপত্তি, হাসপাতালে ভর্তি শতাধিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মেলার ফুচকা খেয়ে পেটের রোগ নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় তিনশো মানুষ। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে হাসপাতালে ছুটলেন খোদ বিধায়ক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দিরবাজার বিধানসভার কাদিপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে বহু রাত পর্যন্ত মেলায় গিয়ে ফুচকা খেয়েছিলেন বহু শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষরা। সন্ধ্যার পর থেকে একের পর এক বিভিন্ন এলাকার মানুষ অসুস্হ হয়ে পড়তে থাকেন। মথুরাপুর হাসপাতাল, কুলপি, মন্দিরবাজার হাসপাতাল সহ বিভিন্ন এলাকার গ্রামীণ চিকিৎসকদের কাছে প্রচুর মানুষ ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: বর বেশে গিয়েও হল না বিয়ে, পাত্রের ঠাঁই হল শ্রীঘরে
এদিকে এই ঘটনার খবর চাউর হতেই সমস্ত এলাকায় হইচই পড়ে যায়। বিশেষ করে মন্দিরবাজার ব্লকের সরদানা, চন্ডিপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় এসেছিল প্রত্যেকেরই এক উপসর্গ দেখা যায় বমি – পেট খারাপ।
শুক্রবার সকাল পর্যন্ত বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে। জানা গিয়েছে প্রত্যেকেই গোষ্ঠ মেলায় গিয়েছিলেন এবং ফুচকা খেয়ে ছিলেন। এই বিষয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় ফুড পয়জনিং এর কারণে এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ৬৬ বছরের অরুণলাল! পাত্রী কে?
এদিকে শুক্রবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর পরিবারের সঙ্গে দেখা করেন মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। এছাড়াও যেকোনও পরিস্থিতিতে অসুস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন ওই বিধায়ক ।