'অগ্নিপথে' উত্তাল দেশ, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন
Connect with us

বাংলার খবর

‘অগ্নিপথে’ উত্তাল দেশ, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগ্নিপথের জেরে কলকাতা-হাওড়া-আসানসোল থেকে রবিবার বাতিল একাধিক ট্রেন। ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা। 

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে একের পর এক রাজ্যে। হিংসাত্মক এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেল। বিহারে বিক্ষোভের জেরে বাতিল অসংখ্য ট্রেন।

শুধু বিহার নয়, কলকাতা আসানসোল থেকে পূর্ব মধ্য রেলের সমস্ত ট্রেনই প্রায় বাতিল করা হয়েছে। যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রেলের তরফে যাত্রীদের ট্রেন বাতিলের এসএমএস করে দেওয়া হয়েছিল ঠিকই, তবে যাঁরা মেসেজ দেখেননি তাঁরা ষ্টেশনে এসে সমস্যা পড়েছেন।

Advertisement

আরও পড়ুন: ‘অগ্নিপথের’ বিরুদ্ধে অবরুদ্ধ দেশ, সেকেন্দ্রাবাদে মৃত ১ আহত ১৫

হাওড়া স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-ফলকনামা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে। এছাড়াও কলকাতা স্টেশনের মোট ৪টি ট্রেন রবিবার বাতিল করা হয়েছে।
22197 কলকাতা- বীরাঙ্গনা লক্ষ্মীবাই এক্সপ্রেস
12317 অকাল তখত এক্সপ্রেস
12359 কলকাতা – পাটনা গরিব রথ
13135 কলকাতা জয়নগর এক্সপ্রেস
সময় পরিবর্তন করা হয়েছে। 

13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস অগ্নিপথ সেনা নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জন্য ট্রেন বাতিল। পূর্ব মধ্য রেলের অন্যান্য বাতিল ট্রেনের মধ্যে রয়েছে

Advertisement

13319 দুমকা – রাঁচি এক্সপ্রেস
13553 আসানসোল – বারাণসী মেমু এক্সপ্রেস
03573 জসিডি – কিউল মেমু প্যাসেঞ্জার
পূর্ব মধ্য রেলের কোন কোন ট্রেন রবিবার বাতিল হয়েছে রইল তালিকা:-

বাতিল: (১৯.০৬.২০২২)

13545 আসানসোল – গয়া এক্সপ্রেস
12317 কলকাতা – অমৃতসর এক্সপ্রেস
13031 হাওড়া – জয়নগর এক্সপ্রেস
13401 ভাগলপুর – দানাপুর এক্সপ্রেস
13419 ভাগলপুর – মুজাফফরপুর এক্সপ্রেস
15553 ভাগলপুর – জয়নগর এক্সপ্রেস
13404 ভাগলপুর – রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস
13415 মালদা টাউন – পাটনা এক্সপ্রেস
সময় পরিবর্তন: (১৯.০৬.২০২২)

Advertisement

আরও পড়ুন: ফের রক্তাক্ত পুলওয়ামা, নিহত সাব ইন্সপেক্টর ফারুখ আহমেদ মীর

১। 13151 কলকাতা – জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১:৪৫-এর বদলে বিকেল ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে।

২। 12381 হাওড়া – নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ৮:১৫-র বদলে বিকেল ৪:৫০-এ ছাড়বে৷

Advertisement

৩। 12305 হাওড়া – নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ২:০৫-এর বদলে বিকেল ৩:১৫-তে ছাড়বে।

৪। 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ১ টার বদলে বিকেল ৪:১০ এ ছাড়বে।

৫। 12335 ভাগলপুর – লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ৯ টার বদলে ছাড়বে বিকেল ৫ টায়।

Advertisement

আরও পড়ুন: ফের অগ্নিপথে নিয়মবিধি শিথিলের সিদ্ধান্ত কেন্দ্রের

৬। 12367 ভাগলপুর – আনন্দ বিহার (টি) বিক্রমশিলা এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ১১:৫০ এর বদলে ছাড়বে সন্ধ্যায় ৬ টায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.