রেশন কার্ডে বিনামূল্যে আর খাদ্যশস্য পাবে না অনেক গ্রাহকেরা,কেন এমন নতুন নিয়ম বের করা হলো জানতে সঙ্গে থাকুন
Connect with us

দেশের খবর

রেশন কার্ডে বিনামূল্যে আর খাদ্যশস্য পাবে না অনেক গ্রাহকেরা,কেন এমন নতুন নিয়ম বের করা হলো জানতে সঙ্গে থাকুন

চালের হাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। হরিয়ানা সরকার ও নতুন নিয়ম শুরু করেছে দুর্নীতি রুখতে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে নতুন নিয়ম

ration card
Rate this post

বেঙ্গল এক্সপ্রেস :  কেন্দ্র সরকার ছাড়াও রাজ্য সরকার ও রেশনের নিয়মে বড়সড় পরিবর্তন জারি করেছে। জানা গিয়েছে আগের থেকে কম পরিমাণে রেশন পাবেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে রেশন নিয়ে। মাথাপিছু এক কেজি করে চাল কম দেওয়া হবে।

ration card

চালের হাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। হরিয়ানা সরকার ও নতুন নিয়ম শুরু করেছে দুর্নীতি রুখতে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে নতুন নিয়ম। রেশন কার্ড থেকে নাম কেটে বাদ দেওয়ার কারণে অনেকেই অসুবিধা সম্মুখীন হয়েছে। দূর করতেই রেশন কার্ড হারীদের জন্য একটি নতুন টোল ফ্রি নম্বর জারি করেছেন সরকার। এবার থেকে আর সেই সমস্যা দেখা যাবে না সরকারের পক্ষ থেকে দুটি নাম্বার দেয়া হয়েছে। যেগুলো হলো ১৮০০১৮০২৮৭ এবং ১৯৬৭ টোল ফ্রি।

আরও পড়ুন- জানেন কি ? কোন বয়সে বিয়ে করলে সুখী হওয়া যায়

Advertisement

আপনার অসুবিধা হলে আপনি এই নাম্বারে ফোন করে জানাতে পারেন আর আপনার সমস্যার সমাধান করতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে সরকার। এই সালের খাদ্যশরের ভর্তুকের জন্য সরকার খরচ করবেন দুই লক্ষ কোটি টাকা। সামনের বছর আবার সেই টাকার হার বাড়তেও পারে জানা গেছে সরকারের তরফ থেকে।