দেশের খবর
বৌকে না জানিয়ে ‘প্রেমিকার’ সঙ্গে বিদেশ সফর, পাসপোর্টের পৃষ্ঠা ছেঁড়ায় শ্রীঘরে স্বামী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৌয়ের কাছ থেকে লুকোতে চেয়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্ক। গোপনে প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন বিদেশ বিভূঁইয়ে। স্ত্রী যাতে বিষইয়টি গুণাক্ষরেও টের না পান তার জন্য বেছে নিয়েছিলেন অভিনব পন্থা। কিন্তু পরিণতি হল হাজতবাস। যা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ‘প্রেমিক’ স্বামী।
জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে বিদেশ সফরের ‘গল্প’ স্ত্রীর থেকে গোপন রাখতে নিজের পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন অভিযুক্ত বছর ৩২ এর ওই ব্যক্তি। যদিও তাতেও শেষরক্ষা হয়নি। মুম্বই বিমানবন্দরে বোর্ডিং-এর সময় পাসপোর্ট চেকিং করাতে গিয়ে ধরা পড়ে যান তিনি।
আরও জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে চারদিন বিদেশে কাটিয়ে শনিবার রাতে দেশে (মুম্বই) ফেরেন ওই ব্যক্তি। এরপর মুম্বই বিমানবন্দরের কর্মীরা তাঁর পাসপোর্ট চেকিং করার সময় লক্ষ্য করেন যে, পাসপোর্টের ভিতরের অনেকগুলি পেজ ছেঁড়া। নেই সেখানে কিছু। এমনকি ভিসার স্ট্যাম্পও লাগানো নেই পাসপোর্টে।
আরও পড়ুন: বাড়ল অমরনাথে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪০ জন পূণ্যার্থী
এরপর বিমানবন্দরের পুলিশ বিষয়টি জানতে চাইলে জেরায় স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে গোপনে বিদেশ যাওয়ার কথা কবুল করেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি পুলিশকে আরও জানান, তার স্ত্রী জানে যে, সে অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছেন। তবে তিনি যে দেশের বাইরে যাচ্ছেন তা একদমই জানতেন না তার বৌ। এদিকে পুরো বিষয়টি জানার পরই তাকে গ্রেফতার করেন পুলিশ।
আরও পড়ুন: ভুল করে মন্তব্য করে ছিলেন, টাকা ফেরত দেবেন না বিহারের আদর্শ অধ্যাপক!
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জানতেন না পাসপোর্টের পেজ ছিঁড়ে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।