পুরুষাঙ্গ রয়েছে স্ত্রীর, সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী
Connect with us

দেশের খবর

পুরুষাঙ্গ রয়েছে স্ত্রীর, সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বা গার্হস্থ্য অশান্তি। সুবিচার চাইতে বহু দম্পতিকে শীর্ষ আদালতে মামলা করতে দেখা গিয়েছে। প্রায় ক্ষেত্রেই দেখা যায় হয় স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না অথবা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অনেকেই। উল্টো দিকে স্বামীদেরও দেখা যায় স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য কলহের অভিযোগ এনে মামলা দায়ের করছেন। তবে এ আর নতুন কী?

এতদূর পড়ে আপনি হয়ত ভাবছেন আজকের যুগে দাঁড়িয়ে এমন ঘটনা তো আখছাড় ঘটে চলেছে। আজ্ঞে হ্যাঁ, তা অবশ্য ঠিকই। তবে এক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। স্ত্রীর পুরুষাঙ্গ রয়েছে এমন অভিযোগ তুলে সুবিচার চাইতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি।

জানা গিয়েছে, গত ২০১৬ সালে মামলাকারী ওই ব্যক্তি বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পর থেকেই তিনি লক্ষ্য করেন যে, তাঁর স্ত্রীর স্বভাব চরিত্রে পুরুষভাব রয়েছে। এমনকি তাঁর পুরুষাঙ্গ রয়েছে বলেও সুপ্রিম কোর্টের কাছে দাবি করেন তিনি। যদিও প্রথমে এমন মামলা আদালত গ্রহণ করতে চাইনি। পরে অবশ্য স্ত্রীর মেডিকেল রিপোর্ট জমা দেওয়ায় সেই মামলা গৃহীত হয় শীর্ষ আদালতে।

Advertisement

আরও পড়ুন: অন্তর্বাসের ভিতরে লুকিয়ে ৫২ টি বিষাক্ত সরীসৃপ, যুবকের কান্ডে তাজ্জব বাঘা অফিসাররা

যদিও এই বিষয়ে অভিযোগকারীর বক্তব্য, তাঁর স্ত্রী একজন পুরুষ। যার পুরুষাঙ্গ রয়েছে তাঁকে তিনি কি করে স্ত্রী বলে মানবেন? এটা তিনি কিছুতেই মানতে পারছেন না বলে জানান। এছাড়াও তাঁর স্ত্রীর এই বৈশিষ্ট্য জন্মগত ভাবেই রয়েছে। সে আগে থেকেই সবটা জানত। তবুও তাঁকে কিছু না জানিয়ে বিয়ে করেছে এবং তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী স্বামী।

আরও পড়ুন: Viral News: রান্না করেনি স্বামী, পেনিসে বড়শি গাঁথলেন স্ত্রী

Advertisement

এদিকে, স্বামীর আনা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, ” বিয়ের সময় তাঁকে সেভাবে পণ না দেওয়ায় এমন বাজে অভিযোগ আনছেন তাঁর স্বামী। পুরো বিষয়টি চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। যদিও আদালত দু’পক্ষের বক্তব্য শুনে আগামী এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশ পুলিশকে ওই মহিলা ও তাঁর বাবার বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছে।