আন্তর্জাতিক
প্রেম বড় বালাই! রুপে মুগ্ধ হয়ে একসঙ্গে তিনবোনকে বিয়ে যুবকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিভিন্ন সময়ে আমাদের চোখের সামনে এমন অনেক ঘটনা ঘটে যা শুনলে বা দেখলে হাসি পাই। তবে এমন অনেক কিছুই আছে যা প্রতিদিনই আমাদের চারপাশে ঘটে চলেছে। আর সেগুলিকে আপনার বাস্তব মনে না হলেও আদতে সেটাই বাস্তব ঘটনা। হ্যাঁ সম্প্রতি এমনই একটি আজব ঘটনা ঘটেছে সুদূর কঙ্গোতে। কী ঘটেছে? শুনলে আপনার হাসি পেলেও আদতে এটা একদমই সত্যি ঘটনা।
অতি সম্প্রতি একটি জিনিস সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যা নেটপাড়ায় ব্যাপক ট্রেন্ডিংয়ে রয়েছে। ভাইরাল হওয়া বিষয়টি শুনলে আপনার চোখ কপালে ওঠার যোগার হবে। তাহলে আসুন জেনে নিই আসলে বিষয়টি কী? ব্যাপারটা আর তেমন কিছুই নয়, একই যুবকের প্রেমে আসক্ত হয়ে তাঁকে বিয়ে করতে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পরলেন খোদ তিন বোন।
আরও পড়ুন: এক রাজ্যে টিকিট কাটলেও ট্রেন ধরতে যেতে হবে অন্য রাজ্যে, জানুন আসল তথ্য
জানা গিয়েছে, সুদূর কঙ্গোতে তিন বোনের প্রেমে পড়ে একসঙ্গে তাঁদের সকলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুবক। যেমন ভাবনা তেমন কাজ। ওই তিনবোনও যুবকের প্রেমে পাগল হয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়েন তাঁরা। সোমবার ঐ তিনবোনকে বিয়ে করেন লুৎজো নামের ওই যুবক। এতদূর পড়ে আপনার মনে হতেই পারে কেন এমন সিদ্ধান্ত?
একজনের প্রেমে না পড়ে আলাদা আলাদা ব্যক্তিকে বিয়ে করতে পারতেন তাঁরা। যদিও বাস্তবে সেটা ঘটেনি। একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে ওই যুবক জানিয়েছেন যে, তিনি ওই তিনবোনের মধ্যে প্রথমে নাতালিয়ার প্রেমে পড়েছিলেন। কিন্তু বাঁধ সাধে নাতালিয়া যখন তাঁর প্রেমিকের সঙ্গে বাকি দুই বোনকে আলাপ করাতে নিয়ে যান।
আরও পড়ুন: কৌতূক অভিনেতা থেকে ইউক্রেন প্রেসিডেন্ট, জানুন জেলেন্সকির জীবনের কিছু অজানা তথ্য
নাতালিয়ার সঙ্গে দেখা হওয়ার পর তাঁর দুই বোন নাডিগি ও নাতাশার সঙ্গে লুৎজোর আলাপ হলে তাঁদের প্রতি মুগ্ধ হয়ে পড়েন ওই যুবক। এমনকি নাতালিয়ার আরও দুই বোনও লুৎজোর প্রেমে পাগল হয়ে যায়। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ! নাতালিয়া এবং তাঁর দুই বোন সিদ্ধান্ত নেন যে, তাঁরা ওই একই যুবককে তিনজনে মিলে বিয়ে করবেন। এরপরই তিনবোন মিলে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে লুৎজো প্রথমে কিছুটা হতচকিত হলেও বিস্ময়ের ঘোর কাটিয়ে তাঁদের তিনজনকেই বিয়ে করতে রাজি হয়ে যান তিনি। আর কী? তারপর…… মধুরেণ সমাপয়েৎ।