ভাইরাল খবর
Viral News: পরিবেশ বাঁচাতে অভাবনীয় উদ্ভাবন রিক্সাচালকের, কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বিশ্ব উষ্ণায়ণের ব্যাপক কুপ্রভাব পড়ছে আমাদের পরিবেশের উপর। ক্রমাগত ঘটছে জলবায়ুর পরিবর্তন। এই অবস্থায় ধোঁয়া-ধুলো আর দূষণের হাত থেকে বাঁচতে প্রতিনিয়ত সবুজায়নের কথা বলছেন পরিবেশ বিজ্ঞানী থেকে বুদ্ধিজীবীরা।
‘গাছ লাগান,প্রাণ বাঁচান’ বিশ্ব পরিবেশ দিবসের আগে এই স্লোগান আখছাড় শোনা গেলেও সারাবছর এই কথা মনে রাখেন ক’জন? তবে পরিবেশ রক্ষায় মানুষকে যে আরও সচেতন হতে হবে সেই বার্তা দিতে এক ব্যক্তি যা করলেন। তা নিঃসন্দেহে সুদৃষ্টান্ত স্থাপন করে। ইন্টারনেটের দুনিয়ায় মুহুর্তের মধ্যে কত কিছুই না ভাইরাল হয়। তেমনই সম্প্রতি একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যা মন কেড়েছে নেটপাড়ার।
Indians are one of the most innovative people, it's just that our talents often go unrecognised, at times even claimed as their own by foreigners 😉 .
— Nishchay Pandey (@NKP4_20) April 4, 2022
আরও পড়ুন: Viral Video: হাতির সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা, তারপর যা হল…
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন রিক্সা চালককে। তবে আমরা প্রতিদিন যেমন রিক্সা-ভ্যানে বসি তাঁর রিক্সাটি তেমন নয়, অন্যদের থেকে আলাদা। Erik Solheim নামের এক ব্যক্তির টুইটার পেজে শেয়ার করা ওই ছবিতে দেখা গিয়েছে, রিক্সাচালক ওই ব্যক্তি তাঁর রিক্সাটিকে ঘাস এবং টবে রাখা ছোটো ছোটো চারাগাছ দিয়ে সাজিয়ে তুলেছেন। কারণ, একটাই যাতে তীব্র গরমে কোনও যাত্রীকে কষ্ট পেতে না হয়। শুধু তাই নয়, রিক্সাভ্যানের উপর থেকে চারিপাশ এমন সুন্দরভাবে ঘাস আর গাছপাতা দিয়ে সাজিয়ে তুলেছেন যা সহজেই যেমন সাধারণের দৃষ্টি আকর্ষণ করবে তেমনই গরমের দিনে তাঁর রিক্সায় বসে শান্তি পাবেন আরোহীরা। তবে তিনি যে এই গরমে যাত্রীদের শুধুই আরাম দেওয়ার ব্যবস্থা করেছেন তা নয়, সেইসঙ্গে বার্তাও দিচ্ছেন পরিবেশ রক্ষার। না হলে অদূর ভবিষ্যতে আসতে পারে সমূহ বিপদ।
This Indian 🇮🇳 man grew grass on his rickshaw to stay cool even in the heat. Pretty cool indeed! pic.twitter.com/YnjLdh2rX2
— Erik Solheim (@ErikSolheim) April 4, 2022
আরও পড়ুন: শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’ রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই পোস্টটি। প্রায় ২০ হাজারের উপর ভিউয়ার্স হয় তাতে। শুধু তাই নয়, এত সুন্দর চোখের আরাম দেওয়া ওই ছবি দেখে অনেকেই পোস্টটি রি-টুইট করে কমেন্ট বক্সে তাঁদের নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ”ভারতীয়রা সবচেয়ে উদ্ভাবনী ব্যক্তিদের মধ্যে একজন, আমাদের প্রতিভাগুলি প্রায়শই অস্বীকৃত হয়, এমনকি কখনও কখনও বিদেশীরা তাদের নিজস্ব বলে দাবি করে।” আবার কেউ লিখেছেন, ”আমাদের এরকম আরও রিক্সা, রাস্তার এমনকি কলোনির প্রয়োজন। পৃথিবীর তাপমাত্রা কিছুতেই ঊর্ধ্বমুখী হতে দেওয়া যাবে না।”