হোলি খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ঝাড়গ্রামে অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
Connect with us

বাংলার খবর

হোলি খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ঝাড়গ্রামে অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দোল খেলতে গিয়ে সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। ঝাড়গ্রামের ঘোড়াধরার উৎসব কমিটির উদ্যোক্তা কাউন্সিলরের কয়েকজন লোকের বিরুদ্ধে অভিযোগ। মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। যে কোনও ধরণের অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে ওই এলাকা।

জানা গিয়েছে,শুক্রবার ঝাড়গ্রাম ঘোড়াধরা পার্কে হোলি উৎসবের আয়োজন করেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর।
এদিন দুপুর ১’টা নাগাদ কিছু ছেলে সেখানে গেলে কাউন্সিলর এর কয়েকজন সদস্যদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ এরপরই বাচ্চাগুলোকে তাড়া করে নিয়ে যাওয়া হয় রেল লাইনের দিকে। এরপর সেখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে, নিথর ভাবে পড়ে রয়েছে ঐ কিশোর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে কীভাবে ওই কিশোরের মৃত্যু হল তা নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে। সমস্ত বিষয়ে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, উৎসবের নামে পাড়ায় মদ্যপান এবং বিভিন্ন ধরনের মাদকাসক্ত ছেলেদের তান্ডব ও উশৃঙ্খলার ঘটনা নিয়ে স্থানীয় লোকেরা যথেষ্ট ক্ষুদ্ধ এবং বিরক্ত ওই কাউন্সিলরের উপর।

Advertisement

আরও পড়ুন:উপনির্বাচনে প্রকাশিত হল BJP-প্রার্থী তালিকা! আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া  

এদিকে দোলের দিন রঙ খেলে স্নান করতে গিয়ে চন্দননগরে জলে ডুবে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, দোল উৎসবের পর পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। মৃতের নাম শেখ জাহির(১৪)। তার বাড়ি কুন্ডু ঘাটে। শুক্রবার দুপুরে রঙ খেলে ওই কিশোর বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় ঘোড়া পুকুরে। সেখানেই জলে ডুবে যায় সে। জানা গিয়েছে, পরে বন্ধুরা বাড়ি ফিরে এলেও জাহির আর বাড়ি ফেরেনি।দীর্ঘক্ষণ বাদেও ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করে পুকুর থেকে দেহ উদ্ধার করেন এবং চন্দননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, চুঁচুড়া তুলোপট্টি ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। তাঁর নাম রূপম দাস (২৭)। বাড়ি সেনপাড়া এলাকায়। সূত্রের খবর, দোলে রঙ খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে ওই যুবক। সাঁতার জানতো না রূপম ফলে জলের তোড়ে তলিয়ে যায় সে। এদিকে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: World Sleep Day: অফিসের কাজের চাপে অনিদ্রায় ভুগছেন ৬৫ শতাংশ ভারতীয়, দাবি সমীক্ষা

চুঁচুড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পিড বোট নিয়ে তল্লাশি শুরু করা হয়েছে।খবর দেওয়া হয়েছে জেলেদেরও। যদিও এখনও পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি তার। ঘটনাস্থলে হাজির হয়েছেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী সহ পুলিশ আধিকারীকরা। এদিকে এই বিষয়ে রূপমের বন্ধু জানিয়েছেন, দোকান থেকে সাবান কিনে ঘাটে আসে সে। প্রদীপ বলে অন্য এক বন্ধুকেও জোর করে গঙ্গায় নামানোর চেষ্টা করে। পরে রূপম কখন জলে নামে জানতে পারিনি। তখন বেশ কিছু মানুষ ঘাটে ছিলো,তাদের কে জিজ্ঞাসা করেও খোঁজ মেলেনি। ওই বন্ধু আরও জানান যে, অন্যদিন গঙ্গায় নামতো না রুপম।আজ কেন নামলো তা জানেন না।

Advertisement