বাংলার খবর
রাস্তা কার, বিবাদের জেরে চরম পরিণতি প্রৌঢ়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ খানাকুলে। মৃতের নাম উত্তম পরামানিক(৫৫)। অভিযোগ তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন প্রৌঢ়ের স্ত্রী ও পুত্রবধূ।
বৃহস্পতিবার খানাকুলের চিংড়া গ্রামে পড়শি দুই পরিবারের মধ্যে গন্ডোগোল বাঁধে। অভিযোগ, সপ্তাহ খানেক ধরে চিংড়া গ্রামে উত্তম পরামানিকের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে গন্ডোগোল চলছিল দুই পরিবারে। বৃহস্পতিবার সেই গন্ডগোল চরম আকার নেয়। প্রৌঢ়ের ছেলে মহাদেব পরামানিকের অভিযোগ করে বলেন, ”রামপদ,গুনধর,ভাগ্যধর,উদয়,শ্রীধর পরামানিকরা আমাদের পরিবারের উপর চড়াও হয়।বাবাকে মারধোর করে বঁটি দিয়ে কোপায়।তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হই আমি মা ও আমার স্ত্রী।”
আরও পড়ুন: ঝগড়ার মাঝে পড়ে প্রাণ গিয়েছে প্রৌঢ়ের, বন্দিদশা থেকে মুক্তির অপেক্ষায় ‘আসামী’ হনুমান
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় নতীবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। জানা গিয়েছে,বাড়ি থেকে বের হওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা নিয়ে পড়শি গুণধর পরামানিক, ভাগ্য পরামানিক,শ্রীধর পরামানিক ও রামপদ পরামানিকদের সঙ্গে উত্তম পরামানিকের বিবাদ ছিল। আর তা চরম পর্যায়ে পৌঁছায় বৃহস্পতিবার।
আরও পড়ুন:মাওবাদীদের ডাকা বনধের প্রভাবে স্তব্ধ ঝাড়গ্রাম-বেলপাহাড়ী
অভিযোগ ,শ্রীধর ও গুনধর হঠাৎ করেই ধারাল বঁটি দিয়ে উত্তম পরামানিককে মাথায় আঘাতের পর আঘাত করে। উত্তমের অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এদিন সকাল থেকেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।ঘটনায় অভিযুক্তদের খোঁজ তল্লাসি শুরু করেছে পুলিশ।