বাংলার খবর
পুলিশি অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুলিশি অভিযানে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশচন্দ্রপুর এলাকায়। পুলিশের কড়াকড়ি সত্ত্বেও ব্রাউন সুগার সহ অন্যান্য মাদক দ্রব্যের পাচার চক্র সক্রিয় থাকায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে হরিশচন্দ্রপুর (Harishchandra Pur) এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে যেতে বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটে। আম বাগান থেকে ৬৫ গ্রাম নিষিদ্ধ ব্রাউন সুগার সহ এক যুবককে হাতেনাতে পাকড়াও করেন পুলিশ। শুধু তাই নয়, এই ঘটনার পিছনে আর কে-কে যুক্ত আছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
আরও পড়ুন: মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে আগুন, বরাতজোরে বাঁচলেন চালক-খালাসি
পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম হাবিবুর ওরফে হবি(৩৮)। ধৃতকে বৃহস্পতিবারই চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে হবিবুর নামে ওই মাদক সরবরাহকারী এলাকায় মাদক সরবরাহ করার জন্য এসেছিল। খবর পেয়ে ওই বাগানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাতেনাতে ওই যুবককে পাকড়াও করে। তার কাছ থেকে উদ্ধার হয় ৬৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় দু লাখ টাকা। জানা গিয়েছে, ধৃত ওই যুবক এলাকায় ব্রাউন সুগার সরবরাহ করার জন্য এসেছিল। ওই ব্রাউন সুগার পাচারকারীকে এদিনই চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।