বাংলার খবর
ব্যবসায় অংশীদারিত্বের সুযোগ নিয়ে মহিলার সঙ্গে চরম সর্বনাশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একটি চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল মাল থানার পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালবাজারের গায়ত্রী পাল নামের এক মহিলার বাড়ি থেকে প্রচুর পরিমান সোনার গয়না, দামি জিনিসপত্র খোয়া যায়।
অভিযোগ ওঠে, ওই মহিলার সমস্ত জিনিস চুরি করে পালিয়েছিল তারই বিজনেস পার্টনার কৌশিক জানা নামের এক ব্যক্তি। এরপর বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা মাল থানায় অভিযোগ করেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। অভিযোগ পেয়ে মাল থানার পুলিশ তদন্তে নামে। তদন্তের ভার পান মাল থানার পুলিশ অফিসার নইমুদ্দিন শেখ।
তদন্তে নেমে কৌশিক জানার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাড়ি সহ সর্বত্র তদন্ত শুরু করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কৌশিক জানাকে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া কিছু গয়না।তারপর অভিযুক্তকে রিমান্ডে নিয়ে পুলিশ অফিসাররা ফের যান গয়নার খোঁজে। উদ্ধার হয় চুরি যাওয়া বাকি গয়না। এরপর শনিবার জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত মাল গায়ত্রী পালকে থানায় ডেকে তার হাতে চুরি যাওয়া সোনার গয়নাগুলি তুলে দেন তিনি।
আরও পড়ুন: বাজারে গিয়ে হাত সবজির দরে হাত পুড়ছে জনতার, পরিস্থিতি খতিয়ে দেখতে ED-এর হানা
অন্যদিকে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে ডাকাতি মুর্শিদাবাদের রাণীনগরের ঝাউবেরিয়া এলাকায়। জানা গিয়েছে, যে বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল সেই বাড়ির গৃহকর্তা সেলিম রেজা মিলিটারিতে চাকরি করায় কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতে তাঁর স্ত্রী।গত বৃহস্পতিবার ওই ব্যক্তির স্ত্রী তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তিন দিন পর রবিবার বাড়ি ফিরে এসে দেখেন ঘরের ভিতরের ভয়ঙ্কর পরিবেশ।
আরও পড়ুন: রাসেল ধামাকাতেও জয় অধরা নাইটদের, প্লেঅফ থেকে ক্রমশ দূরে সরছে শ্রেয়সরা
এদিকে স্থানীয়রাও সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওই বাড়িতে। ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, সমস্ত দরজা-জানলা বাড়ির আসবাবপত্র তছনছ।এই বিষয়ে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ পাঁচ হাজার টাকা, ২ ভরি সোনার গয়না সহ বাড়ির দলিল উধাও । ঘটনায় পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।