অন্তর্বাসের ভিতরে লুকিয়ে ৫২ টি বিষাক্ত সরীসৃপ, যুবকের কান্ডে তাজ্জব বাঘা অফিসাররা
Connect with us

আন্তর্জাতিক

অন্তর্বাসের ভিতরে লুকিয়ে ৫২ টি বিষাক্ত সরীসৃপ, যুবকের কান্ডে তাজ্জব বাঘা অফিসাররা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আমাদের চারপাশে প্রতি মুহুর্তে ঘটে চলেছে কত না আজব ঘটনা। যা শুনলে বা দেখলে চোখ কপালে ওঠার যোগার হয়। শুধু তাই নয়, সেই অবিশ্বাস্যকর কাজ যদি খোদ মানুষেরাই করে থাকেন তাহলে তো আর কিছুই বলার থাকে না।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে সুদূর মার্কিন সীমান্তে। সীমান্ত পার করার সময়ে নাকা চেকিং-চলাকালীন নিরাপত্তা বাহিনীর হাতে যা ধরা পড়ল তা দেখলে ভিমড়ি খাবেন আপনিও। বছর ২৯ এর এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানোর সময় দেখা যায় জ্যান্ত একাধিক সরীসৃপ লুকানো রয়েছে পোশাকের ব্যাগের ভিতর, পোশাকের নীচে একাধিক ছোট ছোট কাপড়ের পুটুলিতে। সেখান থেকে উদ্ধার হয়েছে ৪৩টি শিং-যুক্ত গিরগিটি ও ৯টি সাপ। এবং সেগুলি প্রতিটি জীবিত (Viral News)। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়তেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সত্যিকারের প্রাণী রাখা রয়েছে অন্তর্বাসের ভিতরে! এমন ঘটনার খবর শুনে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: Viral Video: যুদ্ধ বিধ্বস্ত দেশে থেকেও নেটপাড়া মাতাচ্ছেন তরুণী

Advertisement

জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি অভিযুক্ত ওই ব্যক্তি ম্যাক্সিকোর কাছে সান ইসিরদো সীমান্ত পার করতে গিয়েছিলেন। নাকা চেকিং-এর সময় মার্কিন সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাক চালিয়ে সীমান্তে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তি। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের রক্ষীদের সন্দেহ হওয়ায় সেই ট্রাকে তল্লাশি চালান তারা। এরপরই প্রকাশ্যে আসে আসল রহস্য। সেখানেই উদ্ধার হয় একাধিক জ্যান্ত সরীসৃপ (Viral News)।

আরও পড়ুন: আদর যত্নে ভরিয়ে আহত শাঁখামুটিকে সুস্থ করে প্রকৃতির কোলে ফিরিয়ে দিলেন যুবক

এই বিষয়ে পুলিশ জানিয়েছেন, ধৃত ব্যক্তির পোশাকের ব্যাগের ভিতর, নিজের জ্যাকেটে, প্যান্টের পকেটে, অন্তর্বাসের ভিতরেও লুকিয়ে রেখেছিলেন জ্যান্ত শিংযুক্ত গিরগিটি ও সাপ। মোট ৫২ টি সরীসৃপ পাওয়া গিয়েছে অভিযুক্তের কাছ থেকে। তার মধ্যে ৪৩টি শিং-যুক্ত গিরগিটি ও ৯টি সাপ। এভাবে অন্য দেশ থেকে বেআইনি ভাবে এমন বিষাক্ত সরীসৃপ নিয়ে পাচার করতেই এসেছিল অভিযুক্ত। এদিকে ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেন পুলিশ এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement