বাংলার খবর
প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী, চরম জবাব দিলেন স্বামী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে নিজে হাতে খুন করল স্বামী। ঘটনায় আশঙ্কা জনক অবস্থা স্ত্রীর প্রেমিকেরও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলের নিবেদিতা এলাকার দক্ষিণ কলাপূজা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠেছিল। একই বাড়িতে থাকলেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা ভাবেই থাকত। আরও জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে পাশের গ্রামেরই এক যুবক সুকুমার ডকরার সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।
অভিযোগ, রবিবার বাড়িতে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ট অবস্থায় দেখতে পেয়েই মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত স্বামী রবি তিতিয়া। ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তখনই
বাড়িতে থাকা শিলনোড়া দিয়ে স্ত্রী ও যুবককে আঘাত করে। শিলনোড়ার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী মিরজু তিরিয়ার (৩৫)। এবং মারের আঘাতে গুরুতর জখম হন প্রেমিক সুকুমার।
আরও পড়ুন: বাংলা খুঁজছে ধনখড়ের উত্তরসূরি, দৌড়ে শিশির অধিকারী জল্পনা তুঙ্গে
এদিকে মাথায় আঘাত নিয়ে ওই যুবক সেখান থেকে কোনও ক্রমে পালাতে সক্ষম হয়। রাতেই প্রেমিক যুবককে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে ফের কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ পৌঁছে মহিলার স্বামীকে রাতেই আটক করে।
আরও পড়ুন: দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তাদের এক নাবালক পুত্র সন্তানও রয়েছে।
এদিকে ওই দম্পতির এক বিবাহিত কন্যা বন্দনা সিং এর অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ রবিকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্তকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করছে পিংলা থানার পুলিশ।