বাংলার খবর
সীমান্ত পার করে গরু পাচারের চেষ্টা ব্যর্থ, BSF-এর গুলিতে প্রাণ গেল যুবকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটছে কোচবিহারের সিতাই-এর শিবগঞ্জ থানার সীমান্ত গ্রাম অন্দরন সিংহমারী এলাকায়। বিএসএফ সূত্রে খবর, শনিবার গভীর রাতে সিতাই-এর সাহেবগঞ্জ থানার পদমা বর্ডার এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী গরু পাচারের উদ্দেশ্যে এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
প্রসঙ্গত , এই এলাকায় বর্ডারে কোনও ফ্রেনসিং নেই। এই সময় কর্তব্যরত ৭৫ নং বিএসএফ জওয়ানেরা তাদেরকে ধাওয়া করেন এবং তারা যখন বিএসএফের ধাওয়ার ফলে পালাতে থাকে সেই সময় বিএসএফ গুলি চালায়। সেরাজুল হক নামে এক ব্যক্তি গুলিতে মারা যান।
আরও পড়ুন: মগরাহাট জোড়াখুনে গ্রেফতার মূল অভিযুক্ত
ঘটনায় তাঁর দেহ ভারত সীমান্ত পার করে বাংলাদেশের ভিতরে পরে ছিল বলে জানা গিয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে রবিবার তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যক্তি এদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের পরিবারের দাবি, সে দিনমজুরের কাজ করে তার উপরে তার সংসার চলত।
আরও পড়ুন: জোড়া খুনের অভিযোগে রণক্ষেত্রে মগরাহাট
অভিযোগ, শনিবার রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সেটা পরিবারের লোকজন জানেন না। এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু কbরেছে পুলিশ।