চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে উত্তেজনা
Connect with us

বাংলার খবর

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে উত্তেজনা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া হাসপাতালে। শনিবার রাতে মেল মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত দুই ডাক্তারকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ইসিজি মেশিন ছুঁড়ে মারা হয় ডাক্তারদের। এক ডাক্তারের মাথায় আঘাত লাগে এবং অন্য ডাক্তার ডান হাতে গুরুতর চোট পান বলে জানা গিয়েছে। আহত ওই দুই ডাক্তারই এই মুহূর্তে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় একজনকে আটক করেছে হাওড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ার বাসিন্দা কার্তিক দে। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।  বৃহস্পতিবার তিনি আরও অসুস্থ হয়ে পড়ায় তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হাওড়া হাসপাতালে ভরতি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের ছেলে-সহ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: জোড়া খুনের অভিযোগে রণক্ষেত্রে মগরাহাট

Advertisement

ঘটনায় তাঁদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। একাধিকবার চিকিৎসককে ডেকেও কারও দেখা পাননি বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।  এরপরই এদিন চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে অভিযোগ। এদিকে ঘটনার খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:  বগটুই হত্যাকাণ্ডের ছায়া নন্দীগ্রামে, দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

এদিকে এই ঘটনায় ধৃত ওই ব্যক্তি  দাবি করেছেন যে, বারবার বলা সত্ত্বেও তাঁদের কথায় কর্ণপাত করেননি চিকিৎসকরা। চিকিৎসার গাফলতিতেই কার্তিক দে’র মৃত্যু হয়েছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। 

Advertisement