বাংলার খবর
সম্পত্তি নিয়ে বিবাদে মর্মান্তিক পরিণতি বাবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে মৃত্যু হল ১ জনের,আহত কমপক্ষে ১০ জন। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গোবিন্দ মন্ডল। ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডল ও তার শ্যালক সুরঞ্জন মন্ডল এবং শাশুড়ির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছে। শনিবার সেই বিবাদ চরমে পৌঁছয়।
অভিযোগ শনিবার বিকালে রীতিমতো লাঠি,রড,কোদাল নিয়ে গোবিন্দ মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার শ্যালক,শ্যালিকা সহ শাশুড়ি। এদিকে বাবা গোবিন্দ মন্ডলকে বাঁচাতে যায় দুই ছেলে উত্তম মন্ডল ও গৌতম মন্ডল। লাঠির আঘাতে লুটিয়ে পড়ে গোবিন্দ মন্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা!
এদিকে গোবিন্দ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে।পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে।
আরও পড়ুন: মেয়ের শ্বশুর-বাড়ির বিবাদ মেটাতে এসে প্রতিবেশীর হাতে খুন বাবা
পরিবার সূত্রে জানা গিয়েছে গভীর রাতে গোবিন্দ মন্ডলের মৃত্যু হয়। এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম প্রদীপ সরকার (২৭) গঙ্গা রায় (২৮), সুজিত সরকার (২৫)। সূত্রে খবর, মূল অভিযুক্ত এখনো অধরা। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।