বাংলার খবর
কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিয়ম করে রোখা যাচ্ছে না গণপিটুনির মতন ঘটনা। খাস শহর কলকাতাতে পিটিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নারকেলডাঙার খালের পাশ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, মৃতের নাম শেখ শামিম। এদিন নারকেলডাঙ্গা রেলের কারশেড লাগোয়া খালের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন পুলিশ।
এদিকে দুই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে গ্রাম কমিটির পাঁচজন সদস্য। গোটা ঘটনায় নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উত্তর কেন্দামারির বাসিন্দা ভীম চরণ দাসের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল গ্রাম কমিটির সঙ্গে। এরই মাঝে নিজের চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে ভিন রাজ্যে যান ভীম চরণ দাস। বাড়িতে ছিলেন তার দুই মেয়ে। তাদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি শুক্রবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই বাড়ির সামনে।
আরও পড়ুন: রাস্তা কার, বিবাদের জেরে চরম পরিণতি প্রৌঢ়ের
অন্যদিকে, রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ খানাকুলে। মৃতের নাম উত্তম পরামানিক(৫৫)। অভিযোগ তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন প্রৌঢ়ের স্ত্রী ও পুত্রবধূ।
আরও পড়ুন: ‘যিনি এতদিন চড়াম চড়াম-গুড় বাতাসার কথা বলতেন তিনি আজ অক্সিজেনে’, কটাক্ষ শুভেন্দুর
বৃহস্পতিবার খানাকুলের চিংড়া গ্রামে পড়শি দুই পরিবারের মধ্যে গন্ডোগোল বাঁধে। অভিযোগ, সপ্তাহ খানেক ধরে চিংড়া গ্রামে উত্তম পরামানিকের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে গন্ডোগোল চলছিল দুই পরিবারে। বৃহস্পতিবার সেই গন্ডগোল চরম আকার নেয়। প্রৌঢ়ের ছেলে মহাদেব পরামানিকের অভিযোগ করে বলেন, ”রামপদ,গুনধর,ভাগ্যধর,উদয়,শ্রীধর পরামানিকরা আমাদের পরিবারের উপর চড়াও হয়।বাবাকে মারধোর করে বঁটি দিয়ে কোপায়।তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হই আমি মা ও আমার স্ত্রী।”