বাংলার খবর
দীঘার হোটেলে পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণে ধোঁয়াশায় পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস: ঘুরতে এসে একা হোটেলে পর্যটকের আত্মহত্যা। মে মাসের শুরুতেই এই ধরণের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে ফের দীঘায় ঘুরতে এসে হোটেলের ঘর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম জয় কর্মকার(২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার নিবেদিতা পল্লী এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবক সোমবার মোট ১৪ জনের একটি দল নিয়ে নিউ দীঘার ঘুরতে আসেন। এত পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার রাতে ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পরিবারের বাকি সদস্যরা ঘুরতে যাওয়ার কথা বললেও শরীর ভালো লাগছে না বলে হোটেলে থেকে যায় জয় কর্মকার। কিছুক্ষণ পর সবাই ঘুরে হোটেলে চলে আসেন।
আরও পড়ুন: মসজিদে নামাজ পাঠে মানা, বিতর্কে মথুরা
এরপর দরজা খোলার জন্য জয়কে অনেক ডাকাডাকি করলেও ভিতর কোনও সাড়া মেলেনি। এরপর হোটেল কর্তৃপক্ষকে নিয়ে দরজা ভাঙা হলে ভিতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গামছা ফাঁস লাগিয়ে ঝুলছে সে।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বচসা, জামাইয়ের হাতে শাশুড়ির চরম পরিণতি
এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কেন ওই যুবক ঘুরতে এসে এমন কাণ্ড ঘটাল তা বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরাও। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।