বাংলার খবর
প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার, গ্রেফতার যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার। রিষড়ায় গ্রেফতার ১। চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া পুরসভার দাসপাড়ার ক্যাভেন্টার্স হাউসিং এলাকায় গত ১৮ এপ্রিল ও ৪ঠা মে দুটি মাওবাদী পোস্টার পাওয়া যায়।
জানা গিয়েছে, সাদা কাগজে লাল কালিতে লেখা ছিল ‘সিপিআইএমএল মাওবাদী।’ ঘটনার পর তদন্তে নামে রিষড়া থানা ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা। এরপর একজন সন্দেহভাজনকে আটক করা হয়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এবং তার হাতের লেখা মিলিয়ে গোয়েন্দারা নিশ্চিত হয় সন্দেহভাজন ব্যাক্তিই ওই মাওবাদী পোস্টার দিয়েছিলেন।
আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া বাঁকুড়ায়! ভাইয়ের পচাগলা দেহ আগলে রাখলেন দাদা-বৌদি
এরপরই অভিযুক্ত রাজেন আইচকে(৪৭) গ্রেফতার করে পুলিশ। তাকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শনিবার চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ জানান,রিষড়ায় দুদিন দুটি মাওবাদী পোস্টার দেখতে পেয়ে তদন্ত শুরু হয়।
যে এলাকায় পোস্টার পড়েছিল সেখানে খোঁজ খবর শুরু করেন গোয়েন্দারা। সন্দেহভাজন হিসাবে রাজেন আইচকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং হাতের লেখা মিলিয়ে দেখা হয় যে ওই পোস্টার অভিযু্ক্তই দিয়েছিলেন।
আরও পড়ুন: গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ ফিরহাদের
তাকে জেরা করে আরও জানা যায়, প্রতিবেশীর সঙ্গে তার বিবাদ রয়েছে। সেই প্রতিবেশীকে ভয় দেখাতে এই ধরনের পোস্টার মারে অভিযুক্ত। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, মাওবাদীদের সঙ্গে অভিযুক্তের কোনও যোগ নেই। নিছক ভয় দেখাতেই এই কান্ড করেছে সে। তবে ওই অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।