বাংলার খবর
স্কুলের ভিতর ঢুকে পড়ুয়াকে মারধোরের অভিযোগ, গ্রেফতার ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চতুর্থ শ্রেণীর ছাত্রকে স্কুলে ঢুকে মার। প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। মঙ্গলবার ধৃত ননী মিস্ত্রীকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়।
জানা গিয়েছে, পান্ডুয়ার খন্যানের তাঁবা কলোনী শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণীর ছাত্র রোহিত মন্ডল। সোমবার স্কুলে গিয়েছিল সে। ক্লাসে রোহিতকে স্কুলের মনিটর করা হয়। সেই সময় শিক্ষিকা না থাকায় স্কুলের অন্যান্য ছাত্ররা গন্ডগোল শুরু করে। রহিত থামাতে গেলে এক ছাত্রের সঙ্গে বচসা শুরু হয়।
রোহিতকে শাসন করতে দেখে ননী মিস্ত্রি নামে স্কুলের পাশে থাকা এক ব্যাক্তি স্কুলে ঢোকেন। রোহিতকে হাত ধরে মুচকে দেন। আছাড় মারে বলেও অভিযোগ রোহিতের বাবা রঞ্জিত মন্ডলের।
আরও পড়ুন: নবান্ন-মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ কর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
আরও জানা গিয়েছে, স্কুলের মিড ডে মিল রান্না করার মহিলারা এসে রোহিতকে উদ্ধার করে। রোহিতের বাবাকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। রোহিতের ডান হাতে ও পায়ে চোট লাগে। পরিবারের লোকজন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপর পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। ঘটনা তদন্ত নেমে তাবা এলাকা থেকে ননীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ভরদুপুরে বাড়িতে বৌমাকে একা পেয়ে যা করলেন কাকা শ্বশুর, ছিঃ ছিঃ করছেন প্রতিবেশীরা!
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ বলেন,”স্কুলের মধ্যে বাচ্চারা মারপিট করছিল। তখন ওই ব্যক্তি স্কুলে ঢুকে একটি বাচ্চাকে মারধোর করে। খুবই অন্যায় করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।