বাংলার খবর
স্ত্রীর সঙ্গে বচসা, জামাইয়ের হাতে শাশুড়ির চরম পরিণতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা। মেয়েকে বাঁচাতে মা সামনে চলে এলে শাশুড়িকেই গলার নলি কেটে খুন করে চম্পট দিল জামাই। ঘটনায় আহত মৃতার মেয়েও। চাঞ্চল্য ছড়িয়েছে নানুরের মডডা গ্রামে।
অভিযোগ, নানুর থানার মডডা গ্রামে শাশুড়ির গলার নলি কেটে খুন করে এলাকা থেকে চম্পট দিয়েছে জামাই। মঙ্গলবার গভীর রাতে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মফিজা বিবির।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকমাস আগেই মফিজা বিবির মেয়ের সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বরের কাসেম শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এরপর তাঁদের ডিভোর্স হয়ে যায়। হঠাৎই মঙ্গলবার রাতে জামাই কাসেম শেখ স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার উদ্দেশ্যে নানুরের মডডা গ্রামে আসে বলে অভিযোগ।
আরও পড়ুন: খড়্গপুরে সাইকেল কারখানা, দাসপুরে সোনার হাব তৈরি হবে: ঘোষণা মুখ্যমন্ত্রীর
এরপরেই স্ত্রী প্রাণে বাঁচতে চিৎকার করতে থাকলে তাকে বাঁচাতে তার মা মফিজা বিবি তার সামনে চলে আসে এরপরেই জামাই কাসেম শেখ শাশুড়িকে লক্ষ্য করেই ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপাতে শুরু করে। তারপর গলার নলি কেটে খুন করে শাশুড়িকে। এই ঘটনায় আহত হয়েছে তার মেয়েও।
আরও পড়ুন: সম্পতির লোভে বাব-মাকে ঘর ছাড়া করল ছেলে, আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত জামাই পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।