বাংলার খবর
স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, শ্রীঘরে যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম রাজিব লাল ধর। বাড়ি বালুরঘাটের কলেজপাড়ার বাসিন্দা।
অভিযোগ, ২০১৭ সালে কাকুলি ব্রহ্ম নামে গঙ্গারামপুরের বাসিন্দার মেয়েকে প্রাইমারি স্কুলের চাকরি দেওয়ার প্রলোভন দেখায় অভিযুক্তরা। আর এই প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাৎ করে নেওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, এরপরে অভিযুক্তরা তাঁর মেয়েকে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে।
আরও পড়ুন: বীরভূমের রামপুরহাটে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে: পার্থ চট্টোপাধ্যায়
এরপর ১৯.০৬.২০২০ সালে চাকরি প্রার্থীরা অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুর থানায়। সেই অভিযোগ পাওয়ার পরই গঙ্গারামপুর থানার পুলিশ এই মামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ধরলেও সেই সময় ঘটনার মূল অভিযুক্তকে ধরতে পারেনি। এরপর এই রাজিব লাল ধরকে উত্তর ২৪ পরগনার বিধাননগর থেকে CID গ্রেফতার করে। মঙ্গলবার তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: ২৩ মার্চ কলকাতায় ‘বিপ্লব ভারত গ্যালারীর’ উদ্বোধন করবেন মোদি
এ বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন, ২০১৭ সালে প্রথম অভিযুক্তরা চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু টাকা তোলেন। এরপরে অভিযুক্তরা চাকরি দিতে না পারায় তাদের কাছে টাকা চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। সেই মামলায় জড়িত রাজিব লাল ধরকে উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর থেকে গ্রেফতার করে সিআইডি।গঙ্গারামপুর থানা এই অভিযোগ থেকে ১৪ দিনের জন্য রিমান্ড চেয়েছেন।