নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে দু'টুকরো করে নদীতে ছুঁড়ে ফেললেন বাবা
Connect with us

দেশের খবর

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে দু’টুকরো করে নদীতে ছুঁড়ে ফেললেন বাবা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন, ধর্ষণ। জঘন্যতম এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে যা করলেন নির্যাতিতার বাবা তাতে হইচই পড়ে গিয়েছে সংবাদ মাধ্যমে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের Khandwa জেলায়।

মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের ১৪ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই নির্যাতিতা নাবালিকার বাবা ও মামার বিরুদ্ধে। এদিন Khandwa জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে Ajnal নদীতে ওই যুবককে খুন করে তারপর সেই দেহ তাঁরা জলে ভাসিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ঘটনার ছবিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আরও পড়ুন: স্বপ্নের বাইক কিনতে তিন বস্তা ১ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির যুবক, তারপর যা হল…

Advertisement

এই বিষয়ে মধ্যপ্রদেশের Khandwa জেলার সাব ডিভিশনাল পুলিশ অফিসার Rakesh Pendro জানিয়েছেন, নদীতে উদ্ধার হওয়া ওই দেহটি শনাক্ত করা গিয়েছে। মৃতের নাম Trilokchand (৫৫)। তার বাড়ি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সাক্তাপুর গ্রামে। সে ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই পুলিশ আধিকারিক আরও জানান, বছর ৫৫ এর মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: Viral Video: চলন্ত ট্রেনের সামনে মরণঝাঁপ যুবকের, তারপর যা হল

এই ঘটনার পরই নির্যাতিতা ওই নাবালিকার বাবা এবং মামা মিলে অভিযুক্ত ওই যুবককে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কেটে একটি মোটর সাইকেলে করে ৪০ কিলোমিটার দূরে Ajnal নদীর ধারে গিয়ে ব্রিজের ওপর থেকে নদীর জলে তার দেহ ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় খুনের দায়ে অভিযুক্ত বাবা এবং মামাকে গ্রেফতার করেছেন পুলিশ। এছাড়াও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement