২০২৭ থেকে ২৯ বিজেপির আয়ু নিয়েও সাফ ভবিষ্যবাণী মমতার
Connect with us

রাজনীতি

২০২৭ থেকে ২৯ বিজেপির আয়ু নিয়েও সাফ ভবিষ্যবাণী মমতার

রাজ্যস্তরে ভোটার তালিকা সংক্রান্ত কাজ দেখভালের জন্য রাজ্যস্তরে একটি কমিটি তৈরি করে দিয়েছেন মমতা

Published

on

এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা চলাকালীন বিরোধী বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ডিজিটাল ডেস্ক : এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা চলাকালীন বিরোধী বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার অভিযোগ বাংলার বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে। রাজ্যে সব ঠিক ঠাক থাকলে ২০২৬ এই বিধানসভা নির্বাচন। আজ নেতাজি ইন্ডোরে তৃণমূল সুপ্রিম মমতার তোপ, ‘নির্বাচন যত এগিয়ে আসবে, এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করে। সবাইকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়।’ বরাবরই মমতা অভিযোগ করে এসেছেন, নির্বাচনের আগে তৃণমূলকে টার্গেট করা হয় এজেন্সি দিয়ে। এ দিনও সেই অভিযোগ করে মমতা বলেন, ‘ইলেকশন এলেই মনে পড়ে তৃণমূলের চার্জশিট দিতে হবে। তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। কাকে কাকে জেলে ঢোকানো হবে।’

সেই সাথে বিজেপির আয়ু নিয়েও সাফ ভবিষ্যবাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিঁধলেন, ‘২০২৭ থেকে ২৯-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ বলে । আর মাত্র ২-৩ বছর আয়ু আছে বিজেপির, তারপরে শেষ। এর মধ্যেই এখন ওরা বাংলাকে টার্গেট করবে।’

আজ নেতাজি ইন্ডোরে তৃণমূল সুপ্রিম মমতা স্পষ্ট বার্তা দেন কর্মীদের কী কী করতে হবে ? সবার আগে বর্তমান ভোটার লিস্ট যাচাই করার জন্য বুথস্তরের কর্মীদের ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি ভোটার তালিকায় কারচুপি ধরার জন্য করা নির্দেশ দিয়েছেন । এখন থেকেই সেই কাজ করতে হবে, ৩ দিন পরপর দলীয় অফিসে তথ্য দিতে হবে। এরপর আগামী সাত দিনের মধ্যে একটি কোর কমিটি করে দেওয়া হবে। রাজ্যস্তরে ভোটার তালিকা সংক্রান্ত কাজ দেখভালের জন্য রাজ্যস্তরে একটি কমিটি তৈরি করে দিয়েছেন মমতা। দলের সুব্রত বক্সির নেতৃত্বে ওই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর, দেবাংশু-সহ আরও অনেকেই রয়েছেন বলে জানা যায়।

Continue Reading
Advertisement

Copyright © 2024 Bengal Xpress Media.