দেশের খবর
নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনাকে বড় ব্যবধানে হারিয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সৌজন্যতা দেখিয়ে টুইটারে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি নবনির্বাচিত মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংবিধানের আদর্শ রক্ষা করতে এবং আমাদের গণতন্ত্রের রক্ষক হতে রাষ্ট্রপ্রধান হিসাবে দেশ আন্তরিকভাবে আপনার দিকে তাকিয়ে, বিশেষ করে যখন জাতি অনেক বিভেদে জর্জরিত।’
তার উত্তরে সঙ্গে সঙ্গেই দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে পাল্টা টুইট করে লেখেন, ‘ধন্যবাদ মমতা দিদি আপনার সুন্দর শুভেচ্ছা এবং সদয় কথার জন্য। আমি সর্বদা আমাদের সংবিধান এবং ভারত মাতার আদর্শ রক্ষা করার জন্য উন্মুখ।’ তার উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দ্রৌপদী মুর্মুকে লেখেন, ‘বিনীত শুভেচ্ছা’।
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনাকে বিপুল ব্যবধানে হারিয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বিভিন্ন মহল থেকেই শুভেচ্ছা জানানো হয়েছে দেশের ১৫তম রাষ্ট্রপতিকে। বিশ্বের অন্যান্য দেশ থেকেও ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য আসছে শুভেচ্ছা বার্তা।