বাংলার খবর
জেলার সংখ্যা বাড়াতে আরও আইএএস, আইপিএস চেয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মমতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে আরও আইপিএস এবং আইএএস অফিসার নিয়োগ নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে, পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজে গতি আনতে বড় জেলাগুলোকে ভেঙে আরও জেলা বাড়ানোর চিন্তা-ভাবনা রয়েছে সরকারের। কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইএএস এবং আইপিএস অফিসার না থাকায় তা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন – স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব
নতুন আইপিএস, আইএএস অফিসারদের আনুপাতিক হারে পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আরও আইপিএস এবং আইএএস অফিসার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ক্যাডার রিভিউ করে কেন্দ্রকে চিঠি লেখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে রাজ্যে ২৩টি জেলা রয়েছে। জেলার সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি রাজ্যে এক্সিকিউটিভ ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএস অফিসার বাড়ানোর জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। মুখ্য সচিব ছাড়াও সেই কমিটিতে রয়েছেন অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, ডব্লুবিসিএস অফিসারদের এবং ডিজির পক্ষ থেকে একজন করে প্রতিনিধি।
আরও পড়ুন – দারিদ্র্যতা প্রতিবন্ধক হতে পারেনি সাফল্যের পথে, IIT-পরীক্ষায় নজরকাড়া ফল