বাংলার খবর
অখিলেশের হয়ে প্রচার করতে উত্তর প্রদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লখনউ ও বারাণসীতে যৌথ সভা করবেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপি কে হারাতে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতেও উত্তরপ্রদেশে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা বাম আমলের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের দূত হয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের ব্যাপারে কথা বলতে এসেছিলেন কিরণময় নন্দ। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে অংশ নিতে উত্তরপ্রদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউয়ে তিনি অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়ালি যৌথ সভা ও সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছেন কিরণময় নন্দ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীতেও ভার্চুয়ালি প্রচারে অংশ নেবেন মমতা ও অখিলেশ। তবে বারাণসীর সভার দিন এখনও স্থির হয়নি। মঙ্গলবার সাক্ষাতের পর কিরণময় নন্দ জানিয়েছেন, গোটা দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান বিজেপি বিরোধী মুখ।
তিনি বলেছেন, ‘উত্তর প্রদেশে বিজেপি গোহারা হারবে। এবার অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির সরকার হবে। আমরা চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেন উত্তর প্রদেশে ভোটের প্রচারে আসেন। কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূলের অভূতপূর্ব সাফল্য এবং বিজেপির পরাজয়ের পর সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। তাই আমরা তাঁর সমর্থন চাইছি। উত্তর প্রদেশের বিজেপি বিরোধী জনতা মমতার উপস্থিততে উদ্বুদ্ধ হবেন। অখিলেশ যাদব বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন। এই কারণেই অখিলেশ যাদব আমাকে পাঠিয়েছিলেন। সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সময় দিয়েছেন। ৮ ফেব্রুয়ারি লখনউয়ে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ ভার্চুয়াল মিটিং ও সাংবাদিক সম্মেলন করবেন।
এরপর বারাণসীতে একইভাবে দু’জন ভার্চুয়াল সভা এবং সাংবাদিক সম্মেলন করবেন। বারাণসীর সভার তারিখ এখনও ঠিক হয়নি। তৃণমূল উত্তর প্রদেশে কোনও আসনে লড়বে না। তারা পুরোপুরি সমাজবাদী পার্টিকে সমর্থন করবে। যেভাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমরা বাংলায় কোনও প্রার্থী দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূলের হয়ে নির্বাচনে প্রচার করেছি।’ এরপরই উত্তরপ্রদেশে যোগী সরকারকে আক্রমণ করে কিরণময় নন্দ বলেছেন, ‘নির্বাচন কমিশন উত্তর প্রদেশে সমস্ত মিটিং, মিছিল বন্ধ করে দিয়েছে। আমাদের উত্তর প্রদেশের লখনউয়ের কার্যালয়কে চারিদিক থেকে পুলিশ ঘিরে রেখে দিয়েছে। তাই বাধ্য হয়েই আমাদের ভার্চুয়াল সভা আর বাড়ি বাড়ি প্রচার করতে হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার অখিলেশের গতিবিধির উপর ক্রমাগত নজরদারি চালাচ্ছে।’