দেশের খবর
‘পেগাসাস বাজেট’ বলে মোদি সরকারকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারীর জন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার।
মঙ্গলবার সংসদে চলতি বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় বাজেট নিয়ে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস এবং বাম সহ সমস্ত বিরোধী দল। একদিকে যেমন বাজেটের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেসও। প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছিল এবারের বাজেটে কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য। টুইটারে বাজেট নিয়ে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
টুইট করে তিনি লিখেছেন, ‘শূন্য সমষ্টি বাজেট মোদি সরকারের! বেতনভোগী শ্রেণি, মধ্যবিত্ত, দরিদ্র, যুবক, কৃষক, এমএসএমই ক্ষেত্রের জন্য কিছুই নেই এই বাজেটে।’ বাজেটের শেষ মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মোদি সরকারের এই বাজেটকে ‘পেগাসস বাজেট’ বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, তাঁরা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছেন। সরকার বড় বড় কথায় হারিয়ে গিয়েছে, কিছুই বোঝাতে পারেনি তারা। এটি পেগাসাস স্পিন বাজেট।’