বাংলার খবর
বৃহস্পতিবার মোদির গড় বারাণসীতে ভোট প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর সর্বভারতীয় রাজনীতির মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তার করতে শুরু করেছে। ত্রিপুরা এবং গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনপ্রিয়তা দেখে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মুখ হিসেবে দেখতে শুরু করেছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের আমন্ত্রণে গত ৮ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচারে লখনৌ গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে উত্তপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমতো টানটান উত্তেজনা। কয়েক দফা নির্বাচন পর্ব সম্পন্ন হলেও এখনও বাকি আছে কয়েক দফা। আবারও সপা’র হয়ে উত্তর প্রদেশে প্রারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।
সূত্রের খবর, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে আগামী ২ মার্চ বারাণসী যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীতে ৩ মার্চ অখিলেশ যাদবের সঙ্গে প্রচারের মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরও একবার বিস্ফোরক হয়ে উঠবেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ঘটনাচক্রে ওই একই সময়ে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদির। ৩ মার্চ অখিলেশের আরও তিনটি সভা রয়েছে। তবে তৃণমূল সূত্রে খবর, শুধু বারাণসীর সভা করেই কলকাতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়।