১৫ জুন দিল্লিতে বৈঠক ডাকলেন মমতা, সোনিয়া-ইয়েচুরি সহ ২২ অবিজেপি নেতাকে আমন্ত্রণ
Connect with us

দেশের খবর

১৫ জুন দিল্লিতে বৈঠক ডাকলেন মমতা, সোনিয়া-ইয়েচুরি সহ ২২ অবিজেপি নেতাকে আমন্ত্রণ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপ্রতি নির্বাচনকে ঘিরে বিরোধী ঐক্যকে মজবুত করতে এবার তৎপর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করতে এবং রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামী ১৫ জুন দুপুর তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইদিনই দিল্লি পৌঁছানোর কথা বাংলার মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকে অবিজেপি আট মুখ্যমন্ত্রী সহ দেশের মোট ২২ জন শীর্ষস্থানীয় নেতাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো।

সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ার, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, জনতা দল (সেক্যুলার) এর প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, কাশ্মীরের রাজনৈতিক দুই গুরুত্বপূর্ণ মুখ ফারুক আব্দুল্লাহ ও মেহেবুবা মুফতি, শিরোমনি অকালি দলের সুখবীর সিং বাদল, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের পবন চামলিং, আইইউএমএল প্রেসিডেন্ট কেএম কাদেরকে।

এছাড়াও এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধীদের এক ছাতার তলায় আনার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরই দিল্লিকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বামেদেরও এখন পাশে পেতে চাইছেন তিনি। তবে এই বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে কত জন উপস্থিত থাকেন সেটাই এখন দেখার। পাশাপাশি, ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ে ওঠে কিনা, সেদিকেও নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.