দেশের খবর
কোভিড চিকিৎসা থেকে বাদ মলনুপিরাভির, মনোক্লোনাল অ্যান্টিবডি! ৭১ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল রাজ্য স্বাস্থ্য দফতরের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। তার মধ্যেই চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরি হল বিভ্রান্তি। রাজ্যে করোনার চিকিৎসা পদ্ধতি থেকে বাদ দেওয়া হল মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি (ককটেল থেরাপি) ও মলনুপিরাভির নামক দুটি ওষুধ।
করোনার চিকিৎসায় এই দু’টো ওষুধ ব্যবহারের জন্য গত ১ জানুয়ারি অনুমোদন দিয়েছিল রাজ্য সাস্থ্য দফতর। কিন্তু কেন্দ্রের নির্দেশ এখনও না এসে পৌঁছনোয় ৭২ ঘণ্টার মধ্যেই এই দুটি ওষুধকে করোনা চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এই ককটেল থেরাপি দেওয়া হয়েছিল। করানোর তৃতীয় ঢেউয়ের শঙ্কায় রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে একগুচ্ছ চিকিৎসাবিধি জারি করেছিল স্বাস্থ্য দফতর। এই চিকিৎসাবিধিতেই ওই দু’টি খরচসাপেক্ষ ওষুধ ব্যবহারের কথা বলা হয়েছিল।
প্রথমে রাজ্য সরকারের কোভিড চিকিৎসার গাইডলাইনে এই দু’টি ওষুধের নাম উল্লেখ ছিল না। তারপরও বেসরকারি হাসপাতালগুলো এই দু’টি ওষুধ ব্যবহার করছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এই ককটেল থেরাপি দেওয়ার পরই বিতর্ক আরও জোরদার হয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের গাইডলাইনে এই দু’টি ওষুধের নাম না থাকা সত্বেও বেসরকারি হাসপাতালগুলো কী করে করোনা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসক মহলের একাংশ। তারপরই আজ বিজ্ঞপ্তি জারি করে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি (ককটেল থেরাপি) ও মলনুপিরাভির ওষুধ দু’টি চিকিৎসা পদ্ধতির তালিকা থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করল।