বাংলার খবর
ভুট্টার জমিতে বোমা বিস্ফোরণ, গুরুত্বর জখম নাবালিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভুট্টার জমিতে বোমা বিস্ফোরণে গুরুত্বর জখম এক শিশু কন্যা। চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদা জেলার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। আহত শিশু কন্যা খালেদা বেগম বয়স (৯)। পরিবারে রয়েছে বাবা জালাল উদ্দিন শেখ মা ছবি বিবি। খালেদারা চার বোন এক ভাই। খালেদা পরিবারে ছোট।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাড়ি থেকে এক কিলোমিটার দৌড়ে ভুট্টার জমিতে সে খেলতে যায়। সেই সময় হঠাৎই বোম ব্লাস্ট এর শব্দ শুনে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় ও পরিবারের সদস্যরা। গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই শিশু কন্যা। এই ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
আরও পড়ুন: চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ
প্রসঙ্গত, মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার উত্তর কচরা গ্রামে। মৃত যুবকের নাম জামিরুদ্দিন ( ২২)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।
আরও পড়ুন: ‘BJP’ কে হুমকি’, তৃণমূল বিধায়কের প্রচার নিষিদ্ধ করল কমিশন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘীর উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল নিয়ে লাহুতারা মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে রওনা হয়। পথে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা গনধোলাই দেওয়া শুরু করে।