বাংলার খবর
বয়সকে তুড়ি মেরে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করলেন মালদহের শান্তনু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বয়স যে কোনও ফ্যাক্টর নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন মালদহ জেলার ইংরেজবাজারের বাসিন্দা শান্তুনু মৈত্র।
৬১ বছর বয়সে দুগর্ম পাহাড়ী পথ অতিক্রম করে এভারেষ্টের বেস ক্যাম্প অভিযান করে সফল হলেন। কিশোর বয়সে স্বপ্ন দেখেছিলেন পর্বতআরোহী হওয়ার। কিন্তু সময় সঙ্গে দায়িত্ববোধ বেড়ে যাওয়ায় সেই স্বপ্ন পূরণ করতে পারেননি।
ব্যাঙ্কের কর্মজীবনে অবসরের পর কিশোর বয়সের স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করেছেন পর্বত অভিযান। ১১দিন পায়ে হেঁটে এভারেষ্ট বেস ক্যাম্প ছুঁলেন তিনি। এই বয়সে এমন কান্ডে খুশি তার পরিবারও।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে রংপোয় ধস, শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন
শান্তুনু মৈত্র জানান, প্রায় ১৩০কিলোমিটার পাহাড়ী পথ সত্যিই দূর্গম। রয়েছে নানান প্রতিকূলতা। শারিরীক ক্ষমতা না থাকলে তা সম্ভব নয়। অক্সিজেন অভাব হয় খুবই। প্রথমে এই অভিযানের সফলতা নিয়ে তিনি নিজেই ধন্দে ছিলেন। কিন্তু মানসিক জেদ ও সাহসিকতাকে সঙ্গে নিয়ে তিনি ঝাপিয়ে পড়েছিলেন। শান্তুনু মৈত্রের ছেলে শৌভিক মৈত্র বলেন, ”বয়স একটা সংখ্যা। তার উদাহরণ আমার বাবা। বাবার জন্য গর্ব হয়”।