আন্তর্জাতিক
তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প,হত ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে পৃথিবী। গত দুই বছর ধরে করোনা অতিমারির জন্য থমকে গিয়েছিল পৃথিবীর গতি। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এবার শুরু হয়েছে মানুষে-মানুষে যুদ্ধ। টানা প্রায় একমাস ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই যুদ্ধ ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।
ঠিক সেই আতঙ্কের মধ্যে ভূমিকম্পের খবর পাওয়া গেল। তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। জানা গিয়েছে, তাইওয়ান সংলগ্ন সমুদ্রে এবং সব হ্রদে এই কম্পন অনুভূত হয়েছে। এর জেরে সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল।
আরও পড়ুন: রুশ-ইউক্রেন দ্বন্ধে কোপ পড়েছে যৌন জীবনেও, রাশিয়ায় ১৭০ শতাংশ বেড়েছে Condom-এর চাহিদা
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ওঠে জাপানের ফুকুশিমা শহর। বুধবার রাতে হওয়া এই ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিলো ৭.৪। ঘটনায় এখনও পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক। এছাড়াও সতর্কতা হিসেবে জাপানে জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। অন্যদিকে বৃহস্পতিবার সকালেও হালকা ভুমিকম্পন অনুভূত হয়েছে জাপানজুড়ে (Japan)।
আরও পড়ুন: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, মৃত ৪ আহত শতাধিক
গত ১১ বছর আগে উত্তর জাপানে ভূমিকম্পের সময় কম্পনের তীব্রতা ছিল ৯.০। সেই সময় সুনামির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের বিস্তীর্ণ অঞ্চল। এদিকে বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা (Fumio Kishida) সরকারি বিবৃতি দিয়ে ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯৭ জন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।