দেশের খবর
ময়নাগুড়ির রেল দুর্ঘটনা ২৩ বছর আগের গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি উস্কে দিচ্ছে উত্তর দিনাজপুরবাসীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ময়নাগুড়ির রেল দুর্ঘটনা ২৩ বছর আগের ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল উত্তর দিনাজপুরবাসীদের। ইসলামপুর ব্লকের গাইসাল গ্রামপঞ্চায়েতের বর্তমান প্রধান সেদিনও ছিলেন এই পঞ্চায়েতেরই সদস্য। নিজের চোখে সেদিন গাইসাল ভয়াবহ রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিলেন।
বৃহস্পতিবার ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর টিভি বা মোবাইলে যখন দেখতে বা জানতে পারেন তখনই শিউরে ওঠেন তিনি। চোখের সামনে ভেসে ওঠে শত শত যাত্রীর ছিন্নভিন্ন দেহ আর সার সার লাশের স্তুপের ছবি। ১৯৯৯ সালের ২ আগস্ট রেলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার গাইসাল স্টেশনে। মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল অবোধ-অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেইলের। কয়েকশো যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন হাজারের উপর মানুষ। আজ থেকে ২৩ বছর আগেকার সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি আচমকাই মনে পড়িয়ে দিয়েছে বৃহস্পতিবারের ময়নাগুড়ির রেল দুর্ঘটনা।
গাইসালের রেল দুর্ঘটনার মতো এত ভয়াবহতা না থাকলেও ময়নাগুড়ির দোমোহনি এলাকায় রেল দুর্ঘটনার খবর শোনা মাত্রই গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি উসকে দিয়েছে উত্তরবঙ্গবাসীকে। সেদিনের গাইসাল গ্রামপঞ্চায়েতের সদস্য তথা বর্তমান পঞ্চায়েত প্রধান প্রবীন বাসিন্দা সাব্বির আহমেদ বলছিলেন, যেই মুহূর্তে তিনি ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর শুনেছেন তখনই তাঁর ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে গিয়েছে। শিউরে ওঠেন এই প্রবীণ। ভগবানের কাছে প্রার্থনা করেন আর যেন গাইসালের মতো ভয়াবহ রেল দুর্ঘটনা না ঘটে। তিনি এও বলেন, যতদিন বেঁচে থাকবেন গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা তাঁর কাছে পীড়াদায়ক হয়ে থাকবে। গাইসালের আর এক প্রবীণ বাসিন্দা নরেন দাস বলেন, বৃহস্পতিবার ময়নাগুড়ির রেল দুর্ঘটনা শোনার পরই ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। চোখের সামনে তিনি ২৩ বছর আগের গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা দেখেছেন।