হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে উত্তেজনা, গ্রেফতার ১৪
Connect with us

দেশের খবর

হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে উত্তেজনা, গ্রেফতার ১৪

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হনুমান জয়ন্তীর উৎসব এবং শোভাযাত্রা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল রাজধানী Delhi-র রাজপথ। শনিবার দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রার সময় মিছিলের উপরে ইট-পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এরপরই পালটা হিসেবে বিক্ষোভকারীদের দিকেও ইট-পাথর ছুঁড়তে থাকেন মিছিলকারীরা। তারপরই গোটা ঘটনা রণক্ষেত্রের চেহারা নেয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন ধৃতেরা হল, Zahid, Anshar, Shahzad, Muktyaar, Mohammad Ali, Amir, Akshar, Noor Alam, Mohammad Aslam, Zakir, Akram, Imtiyaz, Mohammad Ali, Ahir। ঘটনায় ধৃত ওই ১৪ জন আসামির মধ্যে আনসার নামের এক যুবককে প্রধান আসামি বলে অভিযুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত আনসার জাহাঙ্গীরপুরীর সি ব্লকে থাকেন এবং তিনি এলাকার একজন মুসলিম নেতা।

আরও পড়ুন: শুভ নববর্ষ ১৪২৯: টুইট বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা, ধনখড়ের

Advertisement

আরও অভিযোগ করা হয়েছে যে, শনিবার আনসার ৪ থেকে ৫ জন ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমে হনুমান জয়ন্তীর মিছিল থামিয়ে তর্ক শুরু করে। যা পরে সহিংসতায় রূপ নেয়। চাঞ্চল্যকর এই ঘটনায় বর্তমানে ধৃত আনসারকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

এই বিষয়ে পুলিশ আরও জানিয়েছে, আরেক আসামী মোঃ আসলাম একজন ‘দাগী অপরাধী’। পুলিশ আসলামের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। যা অপরাধে ব্যবহৃত হয়েছিল। যদিও মোঃ আসলামকে গ্রেফতার করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ধৃতের পরিবারের দাবি সে একজন কিশোর। যদিও দিল্লি পুলিশের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার, উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় হনুমান জয়ন্তী মিছিল চলাকালীন দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ শনিবার সেই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন একজন এসআই অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ। এই বিষয়ে আহত এসআই মেধা লাল মীনা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, ”মিছিলকে কেন্দ্র করে ভিড়ের মধ্যেই তাঁর হাতে গুলি লেগেছে। মেধা লাল আরও বলেন, ”দুই দিকেই অন্তত এক হাজার লোক ছিল। ধৃতেরা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল। ভিড়ের মধ্যে কেউ গুলি চালায়। আমাকে গুলি করা হয়েছিল।”

Advertisement

আরও পড়ুন: ছুটির দিনে বড় স্বস্তি, কিছুক্ষণের মধ্যেই ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় আহত সকলকে বাবু জগজীবন রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সহিংসতায় পাথর ছোঁড়ে এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement