বিনোদন
‘তুমিই হিরো’! স্তন ক্যানসারে আক্রান্ত মহিমা চৌধুরী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন শাহরুখে ‘পরদেশ’ ছবির নায়িকা মহিমা চৌধুরী। ঝরে গিয়েছে চুল। চলছে কঠিন চিকিৎসা। বলি অভিনেতা অনুপম খের মহিমা চৌধুরীর একটি ভিডিও প্রকাশ করে এই হৃদয় বিদারক খবরটি জানিয়েছেন।
ভিডিওতে মহিমা জানান যে অনুপম ছাড়া আর বলিউডের আর কাউকেই নিজের অসুখের কথা জানাননি তিনি। বার্ষিক চেকআপের পরেই মহিমার চিকিৎসক তাঁকে অনকোলজিস্টের কাছে পাঠান। সেখানেই পরীক্ষার পর তিনি জানতে পারেন যে ক্যানসারে আক্রান্ত তিনি। পাশাপাশি চিকিৎসক জানিয়েছিলেন যে এটা ক্যানসারের প্রথম স্টেজ তাই কেমো থেরাপি নিলে তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু ক্যানসার শুনেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁকে সাহস জুগিয়েছিলেন তাঁর বোন। সেই জার্নির কথা বলতে বলতে এদিনও কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
ভিডিয়োতে বেশ হাসিমাখা মুখে ধরা দিয়েছেন মহিমা। তিনি জানিয়েছেন, ‘আমার ক্যানসারের কোনও উপসর্গ ছিল না। এটি আমার রুটিন চেকআপে থেকে ধরা পড়েছে।’ ভিডিয়োটি অভিনেত্রীর ক্যানসার যাত্রার সময়ের। মহিমা চৌধুরী পরদেশ ছাড়াও ধড়কন, ওম জয় জগদীশের মতো ছবিতে কাজ করেছেন।