খেলা-ধূলা
নতুন রূপে আত্মপ্রকাশ করছেন মহেন্দ্র সিং ধোনি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সুপারহিট হয়েছিল। ধোনি ক্রিকেটার হিসাবে যেমন ছাপ ফেলেছেন তেমনই তাঁর বায়োপিক সমানভাবে সাফল্য অর্জন করেছে। মাহির ভূমিকায় অভিনয় করে সুশান্ত সিং রাজপুত সবার মন জয় করে নিয়েছিলে।
কিন্তু এবার মাহি নিজেই প্রবেশ করেছেন রিল লাইফে। হ্যাঁ ,ঠিকই শুনেছেন। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবার অভিনেতা মহেন্দ্র সিং ধোনি নামেও পরিচিত হবেন। মাহিকে এবার দেখা যাবে একটি পৌরাণিক কাহিনী-নির্ভর ওয়েব সিরিজে। নাম ‘অথর্ব – দ্য অরিজিন’। এটি একটি গ্রাফিক নভেল। এখানে ধোনিকে দেখা যাচ্ছে এক যোদ্ধা ও অঘোরীর ভূমিকায়। মাহি একটি ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। প্রাথমিক ভাবে যতটুকু বোঝা গিয়েছে, মাহি অর্থাৎ অথর্ব নামক অঘোরীকে অনেক চেষ্টা করেও বন্দি বানানো সম্ভব হয় না। অঘোরী নিজের দিব্য দৃষ্টি দিয়ে সব প্রচেষ্টা ব্যর্থ করে।
এরপরের কাহিনী জানতে হলে দেখতে হবে এই সিরিজ। মোশন পোস্টারে নাম -চরিত্রে থাকা মাহিকে দেখা যাচ্ছে এক যোদ্ধা হিসাবে। যে এক দানবের সঙ্গে যুদ্ধ করছেন। ‘অথর্ব – দ্য অরিজিন’ এর ফার্স্ট লুকে মাহিকে নতুন রূপে দেখে তাঁর অনুগামীদের উত্তেজনা তুঙ্গে। এই গ্রাফিক নভেলটির লেখক রমেশ থামিলমনি। লেখক জানিয়েছেন, মাহির মতো আকর্ষণীয় চরিত্রকে অথর্ব হিসাবে পাওয়াটাই বড় ব্যাপার। তিনি আরও বলেছেন, শুধু মূল চরিত্র অথর্ব নয়, এই গ্রাফিক নভেলের প্রত্যেকটি চরিত্রকে আঁকতে গিয়ে করতে হয়েছে নিরলস গবেষণা। ওয়েব সিরিজটি ধোনির নিজের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ দ্বারা প্রযোজিত। ধোনি এন্টারটেইনমেন্ট মিডিয়া সংস্থা তাদের প্রথম প্রজেক্ট ২০১৯ সালে ডিজনি + হটস্টারে “রোর অফ দ্য লায়ন” প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করে।