দেশের খবর
কে হবেন রাইসিনা হিলের উত্তরসূরি, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে এগিয়ে গোপালকৃষ্ণ গান্ধী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতে গোনা আর মাত্র ৩ দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ফলাফল জানা যাবে ২১ জুলাই।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে শরদ পাওয়ারের নাম উঠে আসলেও, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীর নাম। বাংলা সহ দেশের অ-বিজেপি দলগুলির তরফে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
এদিকে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি লড়বেন কি-না সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছুই জানাননি তিনি। তবে আজ বুধবারের মধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন গোপালকৃষ্ণ গান্ধী। আর তিনি যদি বিরোধীদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে তিনিই হবেন বিরোধী দলের তরফে দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী। যদিও এর আগে বিরোধীদের তরফে তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন। তবে বেঙ্কাইয়া নাইডুর কাছে সেই সময় হেরে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: তিক্ততা ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস!
অন্য দিকে, আজ দিল্লিতে বিরোধী মুখ নিয়ে অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে যোগ দেবেন কংগ্রেসের ৩ বর্ষীয়ান নেতা।
এদিনের বৈঠকে ৮ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের যোগ দেওয়ার কথা রয়েছে। শুধু তাই নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যের গুরুত্ব আরও খানিকটা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল । কারণ বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধীকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার দাবি উঠছে বিরোধী শিবিরে।
আরও পড়ুন: গরমের ছুটি বৃদ্ধি নিয়ে শুভেন্দুর উল্টো পথে দিলীপ ঘোষ, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন
প্রসঙ্গত, গোপালকৃষ্ণ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন। দীর্ঘ দিন আমলা হিসাবে কাজের অভিজ্ঞতাও তার আছে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন।