রাজনীতি
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দেশের সর্বভারতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল। বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করল ইডি। বুধবার দীর্ঘ জিঞ্জাসাবাদ করা হয় তাঁকে।
তার পরেই নবাব মালিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সূত্র মারফত জানা গিয়েছে, দাউদ যোগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি। বুধবার এনসিপি নেতার বাড়িতেও হানা দিয়েছিল ইডি। ইডির মুম্বইয়ের দফতরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই দুপুরে অর্থপাচারের অভিযোগে মন্ত্রীকে গ্রেফতার করা হয়।
কয়েকদিন আগে অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তখনই জানা গিয়েছিল, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। এর আগেও নবাব মালিকের বিরুদ্ধে দাউদ যোগের অভিযোগ এনেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ওই মামলার অন্যতম অভিযুক্ত, দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর এবং বোন হাসিনা পারকর।